এমনিতেই মালবাজার অঞ্চল জঙ্গল সংলগ্ন। সেই জঙ্গল থেকে কখনো কখনো খাদ্যের খোঁজে হাতি ঢুকে পরে লোকালয়ে। তাই বলে একেবারে অনুষ্ঠান বাড়িতে! হ্যাঁ ঠিক তাই হয়েছে মাল বাজারের ছোট্ট এক অনুষ্ঠান বাড়িতে। পাকা দেখার খাওয়া-দাওয়া চলছিল। জমে উঠেছিল বিয়ের পরিকল্পনা নিয়ে আলোচনা। খোশ মেজাজে আড্ডাও চলছিল। এমন সময় হেলতে দুলতে হাজির হলেন তিনি। সটান ঘরের বাইরে। কিন্তু কোনও তর্জন-গর্জন নেই। নেহাৎ বিশালাকার চেহারার জন্য নজর এড়ায়নি। কিন্তু মানুষ যে ভয় পেয়েছে ভীষণ। যে যেদিকে পেরেছে ছুটে ঘরে ঢুকে দরজায় খিল দিয়েছে।
হাতিটি কিন্তু কারোর কোনো ক্ষতি করে নি। এমন কি কোনো খাবার স্পর্শ করে নি। কিছুক্ষণ এদিক ওদিক দেখে আবার ধীরে চলে যায়। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে মালবাজার মহকুমার মেটেলি ব্লকের ধুপঝোড়া পর্যটন কেন্দ্র সংলগ্ন মূর্তি ফরেস্ট ভিলেজ এলাকায়। জানা গিয়েছে, ওই এলাকার বাসিন্দা আমাশিয়া ওরাঁওয়ের বাড়িতে বিয়ের কথাবার্তা নিয়ে ছোট এক অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানে খাওয়া-দাওয়ার ব্যবস্থাও করা হয়েছিল। নিমন্ত্রিতরা গাড়ি ও মোটর সাইকেলে এসেছিলেন। প্রাথমিক ধাক্কা সামলে সবাই ঘর থেকে বেরিয়ে এসে হাতিকে অনেক আশীর্বাদ করে বলেন – যাক কোনো ক্ষতি করে নি।