www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

October 15, 2024 10:58 am

খবরে আমরাঃ সম্প্রতি আসানসোলের রবীন্দ্র ভবন আর্ট গালারীতে অনুষ্ঠিত হযল চিত্রশিল্পী  শৈলেন সরকারের একক আলোকচিত্র প্রদর্শনী। এই প্রদর্শনীতে ৯০ টি বড় মাপের ছবির সাথে ছিল তাঁর কয়েক জন আদিবাসী ছাত্র-ছাত্রীদের মোবাইল ফোনে তোলা নানান ছবির সম্ভার। এই প্রদর্শনী তাঁদের ৩০ টি ছবি বেশ নজর কাড়ে। প্রর্দশনীর উদ্বোধন করেন রানিগঞ্জের বিধায়ক ও এডিডিএর চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায়। ক্যামরা নিয়ে ছবি তুলে অগনিত দর্শকের নজর কাড়েন শিল্পী। দু- দিনের এই প্রদর্শনীর আয়োজন  করেছিল “ফোকাস” সংগঠনের পক্ষে শিল্পী শৈলেন সরকার।  প্রথম দিন সেতার বাজিয়ে তার তোলা সুরে (লাইভ) প্রদর্শনী নিয়ে মনের কথা তুলে ধরেন রাষ্ট্র্রপতি পুরস্কার প্রাপ্ত আলোকচিত্র শিল্পী পুরুলিয়ার মহাদেও লাল বারূই। প্রদর্শনিতে ১৫ জন ছাত্র ছাত্রীদের ও গুণীজনদের সন্মানিত করা হয। এই অনুষ্ঠানে অনান্যদের মধ্যে ছিলেন  ফোকাস এর সভাপতি ডাক্তার অতনু ভদ্র, বাপ্পা তালুকদার, দুরদর্শন শিল্পী দেবাশিস চক্রবর্তী, শর্মিলা ব্যানার্জী প্রমুখ।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *