www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

December 4, 2024 9:29 am

খবরে আমরাঃ তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর কখনও সরকারি ভবন, কখনও রাস্তার ডিভাইডার বা ব্রিজগুলির রং নীল-সাদা করেছে। রাজ্যের সব প্রান্তেই একই ছবি। এবার সরকারি নিয়ন্ত্রিত ও সরকারি এডেড স্কুলগুলির ছাত্র-ছাত্রীদের পোষাকে আমুল পরিবর্তন আনছে রাজ্য সরকার। এবার থেকে সমস্ত স্কুলের ড্রেস হবে নীল-সাদা। সেই পোষাকে তাকছে বিশ্ব বাংলার লোগো। এই স্কুল ড্রেসগুলি তৈরি করবে রাজ্যের স্বনির্ভর গোষ্ঠীর সদস্যেরা। ইতিমধ্যেই রাজ্য সরকার এই মর্মে শিক্ষা দফতরকে চিঠি পাঠিয়ে দিয়েছে। নির্দেশিকা গিয়েছে একদম নিচের স্তরে ব্লক উন্নয়ন আধিকারিকদের কাছেও। শুক্রবার রাতে তৃণমূলের একটি সংগঠনের তরফে টুইট করে তা পরিষ্কার করা হয়েছে। জানা গিয়েছে, স্থানীয় ব্লক উন্নয়ন আদিকারিকেরা সেখানকার স্থানীয় স্বনির্ভর গোষ্ঠীকে এি ড্রেস বানানোর কাজে লাগাবেন. তাঁরাই স্কুলে স্কুলে গিয়ে প্রতি ছাত্র-ছাত্রী পিছু ড্রেসের মাপ নিয়ে আসবে। পরে তা বানিয়ে স্কুলগুলিকে পৌঁছিয়ে দেবে।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *