একেবারে পুরীর জগন্নাথ মন্দিরের অনুকরণে তৈরী হয়েছে দিঘার জগন্নাথ মন্দির। প্রস্তুতি শুরু হয়েছে অনেক আগেই। এবার শেষের দিকে। শুক্রবার সেই মন্দির পরিদর্শনে এলেন পুরী জগন্নাথ মন্দিরের শ্রী রাজেশ দৈতাপতি মহারাজ। উপস্থিত ছিলেন রামনগর বিধানসভার বিধায়ক, প্রাক্তন মন্ত্রী অখিল গিরি। সঙ্গে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পূর্ণেন্দু মাঝি সহ প্রশাসনিক দপ্তরের দায়িত্ব প্রাপ্ত আধিকারিকগণ। গত বছরের ১১ ডিসেম্বর দিঘা সফরে এসে নির্মীয়মাণ জগন্নাথ মন্দির পরিদর্শন করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সেই সময়েই তিনি জানিয়েছিলেন, ২০২৫ সালের এপ্রিলের মধ্যেই মন্দিরের দরজা আমজনতার জন্য খুলে দেওয়া হবে।
এবার সামনে আসলো নির্দিষ্ট তারিখ। মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, ২০২৫ সালের রথযাত্রার অনুষ্ঠানে সামিল হতে দিঘার জগন্নাথ মন্দিরে আসবেন তিনি। সেক্ষেত্রে অক্ষয় তৃতীয়ার আগে মন্দিরের উদ্বোধন হয়ে গেলে, সেখানে পরবর্তীতে রথযাত্রাও পালন করতে পারবেন। প্রসঙ্গত, দিঘার এই জগন্নাথ মন্দির নির্মাণ করা হয়েছে পুরীর জগন্নাথের মন্দিরের আদলে। প্রায় ২২ একর জমির উপর গড়ে উঠেছে বিশাল ও বিরাট মন্দির চত্বর। যার জন্য খরচ করা হয়েছে প্রায় ২০০ কোটি টাকা।প্রত্যেক বছর রথযাত্রার সময় পুরীতে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার রথ বেরোনোর আগে সোনার ঝাঁটা দিয়ে রাস্তা ঝাঁট দেওয়া হয়। দিঘার জগন্নাথ মন্দিরেও সেই প্রথা পালন করা হবে।