www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

March 22, 2025 7:31 am

আরবি শব্দ -'রমজান' অর্থ উষ্ণতা বা তাপ প্রবাপ। এই সময় থেকেই শীতর সমাপ্তির পরে শুরু হয় তাপ প্রবাহ।

আরবি শব্দ -‘রমজান’ অর্থ উষ্ণতা বা তাপ প্রবাপ। এই সময় থেকেই শীতর সমাপ্তির পরে শুরু হয় তাপ প্রবাহ। আর এই রমজান ইসলাম ধর্মের মানুষের কাছে খুবই পবিত্র মাস। নিয়ম অনুযায়ী সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা অর্থাৎ উপবাস পালন করা হয়। রমজান শেষে পালিত হয় ইদ-উল-ফিতর। রমজান মাসে নমাজ পাঠ ও রোজা পালন করে পালিত হয় এই পবিত্র মাসটি। প্রসঙ্গত, চাঁদের দেখা পাওয়া অনুসারে ইসলামিক ক্যালেন্ডার নির্ধারিত হয়। মনে করা হচ্ছে, মার্চের শুরুর সময় থেকেই ভারতে পালিত হবে রমজান মাসের শুরু।

রমজান, সেহরি ও ইফতার:-

রমজান মাসে, ইসলাম ধর্মাবলম্বীরা সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা রাখেন। সূর্যদয়ের আগে যে খাবার খান, তাকে বলে সেহরি। আর সূর্যাস্তের পর যে খাবার খান, তাকে বলে ইফতার। সারা দিনে কোনও জল মুখে তোলার নিয়ম নেই। প্রসঙ্গত, মনে করা হচ্ছে, মার্চের প্রথমের দিকেই থেকেই রমজান শুরু হবে। ৩০ দিন তা থাকবে। ৩১ মার্চ পালিত হতে পারে ইদ। তবে সবটাই চাঁদের দেখা পাওয়ার ওপর নির্ভর করছে। দেখা যাক, ২০২৫ সালের রমজান মাসে সেহরি ও ইফতারের সময় কখন?

রমজান ২০২৫ সালে পশ্চিমবঙ্গে সেহরি ও ইফতারের সময় সূচি:-
২ মার্চ- ভোর ৪ টে ৪২ মিনিটে সেহরি, বিকেল ৫ টা ৪২ মিনিটে ইফতার।

৩ মার্চ- সেহরি ৪ টে ৪১ মিনিটে, বিকেল ৫টা ৪২ মিনিটে ইফতার।

৪ মার্চ- ভোর ৪ টে ৪০ মিনিটে সেহরি, বিকেল ৫ টা ৪২ মিনিটে ইফতার।

৫ মার্চ- ভোর ৪ টে ৩৯ মিনিটে সেহরি, বিকেল ৫ টা ৪৩ মিনিটে ইফতার।

৬ মার্চ-ভোর ৪ টে ৩৮ মিনিটে সেহরি, বিকেল ৫ টা ৪৩ মিনিটে ইফতার।

৭ মার্চ-ভোর ৪ টে ৩৭ মিনিটে সেহরি, বিকেল ৫ টা ৪৪ মিনিটে ইফতার।

৮ মার্চ- ভোর ৪ টে ৩৬ মিনিটে সেহরি, বিকেল ৫ টা ৪৪ মিনিটে ইফতার।

৯ মার্চ-ভোর ৪ টে ৩৬ মিনিটে সেহরি, বিকেল ৫ টা ৪৪ মিনিটে ইফতার।

১০ মার্চ-ভোর ৪ টে ৩৫ মিনিটে সেহরি, বিকেল ৫ টা ৪৫ মিনিটে ইফতার।

১১ মার্চ- ভোর ৪ টে ৩৪ মিনিটে সেহরি, বিকেল ৫ টা ৪৫ মিনিটে ইফতার।

১২ মার্চ-ভোর ৪ টে ৩৩ মিনিটে সেহরি, বিকেল ৫ টা ৪৬ মিনিটে ইফতার।

১৩ মার্চ-ভোর ৪ টে ৩২ মিনিটে সেহরি, বিকেল ৫ টা ৪৬ মিনিটে ইফতার।

১৪ মার্চ-ভোর ৪ টে ৩১ মিনিটে সেহরি, বিকেল ৫ টা ৪৬ মিনিটে ইফতার।

১৫ মার্চ-ভোর ৪ টে ৩০ মিনিটে সেহরি, বিকেল ৫ টা ৪৭ মিনিটে ইফতার।

১৬ মার্চ-ভোর ৪ টে ২৯ মিনিটে সেহরি, বিকেল ৫ টা ৪৭ মিনিটে ইফতার।

১৭ মার্চ-ভোর ৪ টে ২৮ মিনিটে সেহরি, বিকেল ৫ টা ৪৮ মিনিটে ইফতার।

১৮ মার্চ-ভোর ৪ টে ২৭ মিনিটে সেহরি, বিকেল ৫ টা ৪৮ মিনিটে ইফতার।

১৯ মার্চ-ভোর ৪ টে ২৬ মিনিটে সেহরি, বিকেল ৫ টা ৪৮ মিনিটে ইফতার।

২০ মার্চ-ভোর ৪ টে ২৫ মিনিটে সেহরি, বিকেল ৫ টা ৪৯ মিনিটে ইফতার।

২১ মার্চ-ভোর ৪ টে ২৪ মিনিটে সেহরি, বিকেল ৫ টা ৪৯ মিনিটে ইফতার।

২২ মার্চ-ভোর ৪ টে ২৩ মিনিটে সেহরি, বিকেল ৫ টা ৪৯ মিনিটে ইফতার।

২৩ মার্চ-ভোর ৪ টে ২২ মিনিটে সেহরি, বিকেল ৫ টা ৫০ মিনিটে ইফতার।

২৪ মার্চ-ভোর ৪ টে ২১ মিনিটে সেহরি, বিকেল ৫ টা ৫০ মিনিটে ইফতার।

২৫ মার্চ-ভোর ৪ টে ২০ মিনিটে সেহরি, বিকেল ৫ টা ৫০ মিনিটে ইফতার।

২৬ মার্চ-ভোর ৪ টে ১৯ মিনিটে সেহরি, বিকেল ৫ টা ৫১ মিনিটে ইফতার।

২৭ মার্চ-ভোর ৪ টে ১৮ মিনিটে সেহরি, বিকেল ৫ টা ৫১ মিনিটে ইফতার।

২৮ মার্চ-ভোর ৪ টে ১৭ মিনিটে সেহরি, বিকেল ৫ টা ৫১ মিনিটে ইফতার।

২৯ মার্চ-ভোর ৪ টে ১৫ মিনিটে সেহরি, বিকেল ৫ টা ৫২ মিনিটে ইফতার।

৩০ মার্চ-ভোর ৪ টে ১৪ মিনিটে সেহরি, বিকেল ৫ টা ৫৩ মিনিটে ইফতার।

৩১ মার্চ-ভোর ৪ টে ১৪ মিনিটে সেহরি, বিকেল ৫ টা ৫৩ মিনিটে ইফতার।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *