খবরে আমরা : কয়লা চুরি নিয়ে বিজেপির রাজনৈতিক চাপে তদন্ত করছে সিবিআই। গোটা কয়লাঞ্চলে এখন কেন্দ্রীয় তদন্ত সংস্থার দাপট। তবু কমেনি কয়লা চুরি।
ই সি এলের মাইথন থানার মগমা এরিযার বরমুরি খোলামুখ খনি তে এলাকার পুরূষ ও মহিলা কয়লা চোরদের হাতে আক্রান্ত হলেন বেশ কয়েকজন পুরূষ ও মহিলা পুলিশেকর্মী।
হামেশাই ই সি এলের খোলামূখ খনি থেকে পর্যাপ্ত কয়লা পাচার করার অভিযোগ পাওয়ার খবর থাকে ইসিএল অফিস ও থানার ভারপ্রাপ্ত প্রধান দের কাছে। সকালে কযলা চোরের দলের খবর আসে। অভিযোগের ভিত্তিতে বিশাল বাহিনী নিয়ে এলাকাতেই গেলে বড় বড় ইট পাথর ছুড়ে আক্রান্ত হন বাহিনীর পুরূষ ও মহিলারা। ইতিমধ্যে কয়েক জন গ্রামের কয়লা চোরদের ধরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে বলে সুত্র মারফত জানা গিয়েছে।