www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

October 15, 2024 12:41 pm

খবরে আমরাঃ শুধু অমিত শাহ নন। আগামী কয়েক মাসের মধ্যেই রাজ্য সফরে আসছেন বিজেপি সভাপতি জেপি নাড্ডা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার জানালেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। দিলীপবাবু জানিয়েছেন, “আমরা সকলকে আমন্ত্রণ জানিয়েছিলাম আসার জন্য। অমিত শাহ আসছেন। নাড্ডাজি আসবেন। প্রধানমন্ত্রীও আসবেন।”

৫মে অর্থাৎ বৃহস্পতিবারই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শহরে আসছেন। দু’দিন ব্যাপী রাজ্যের একাধিক প্রান্তে বেশ কিছু কর্মসূচি আছে শাহর। রয়েছে বেশ কিছু সরকারি কর্মসূচিও। শাহর সফরসূচি বারবার পরিবর্তিত হলেও তিনি সরকারি অনুষ্ঠানগুলির পাশাপাশি জনসংযোগও করবেন। বিজেপি সূত্র বলছে, আগামী কয়েক মাসের মধ্যে ফের শাহের এই ধরনের সফরের পরিকল্পনা করা হচ্ছে। শাহ চলে যাওয়ার পর আগামী মাসেই রাজ্যে আসতে পারেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। তিনিও একাধিক জনসংযোগমূলক কর্মসূচিতে অংশ নেবেন।

বিজেপির রাজ্য নেতারা চাইছেন, আগামী দিনে নাড্ডা, শাহ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ঘুরিয়ে ফিরিয়ে রাজ্যে আনতে। সেই উদ্দেশে দিল্লির নেতাদের কাছে অনুরোধও জানানো হয়েছে। দিলীপ ঘোষ এদিন জানিয়েছেন, জুলাই-আগস্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও রাজ্যে আসতে পারেন। যদিও এই সফরসূচি সম্পর্কে বিস্তারিত এখনও কিছু জানানো হয়নি। তবে, সত্যিই যদি আগামী কয়েক মাসে মধ্যে নাড্ডা, মোদি-শাহরা নিয়মিত রাজ্য সফর শুরু করেন, তাহলে বুঝতে হবে সাম্প্রতিক অতীতের সব ব্যর্থতা ঝেড়ে ফেলে পঞ্চায়েত ভোটের প্রস্তুতি শুরু করছে বঙ্গ বিজেপি। তাছাড়া বছর দুইয়ের মধ্যেই ফের লোকসভা নির্বাচন। নজর রয়েছে সেদিকেও।

বিজেপির রাজ্য নেতারা চাইছেন, আগামী দিনে নাড্ডা, শাহ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ঘুরিয়ে ফিরিয়ে রাজ্যে আনতে। সেই উদ্দেশে দিল্লির নেতাদের কাছে অনুরোধও জানানো হয়েছে। দিলীপ ঘোষ এদিন জানিয়েছেন, জুলাই-আগস্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও রাজ্যে আসতে পারেন। যদিও এই সফরসূচি সম্পর্কে বিস্তারিত এখনও কিছু জানানো হয়নি। তবে, সত্যিই যদি আগামী কয়েক মাসে মধ্যে নাড্ডা, মোদি-শাহরা নিয়মিত রাজ্য সফর শুরু করেন, তাহলে বুঝতে হবে সাম্প্রতিক অতীতের সব ব্যর্থতা ঝেড়ে ফেলে পঞ্চায়েত ভোটের প্রস্তুতি শুরু করছে বঙ্গ বিজেপি। তাছাড়া বছর দুইয়ের মধ্যেই ফের লোকসভা নির্বাচন। নজর রয়েছে সেদিকেও।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *