শাশ্বতী চ্যাটার্জি:: আমেরিকার হারবার্ড বিশ্ববিদ্যালয় সঠিক বিয়ে করার বয়স নিয়ে পুরুষদের ওপর গবেষণা করেছে।এই গবেষণায় বিবাহিত ও অবিবাহিত পুরুষদের বয়স সীমা ছিল ২৫ থেকে ৩৫।
এই গবেষণার উদ্দেশ্য ছিল বিয়ের পরে কতটা সুখে আছেন পুরুষরা এবং কোন বয়েসে সুখে আছেন।সূত্রের খবর ছেলেরা যদি একটু দেরিতে বিয়ে করে তাহলে সংসার সুন্দর করে গুছিয়ে তুলতে পারে।আর স্বামীর থেকে যদি স্ত্রী এর বয়েস কম হয় তাহলে সুখী হয় দাম্পত্য।গবেষকদের মতানুসারে ২৫ এর মধ্যে বিয়ে করা গেলে পছন্দসই সঙ্গী পাওয়ার সুযোগ থাকে।
আর পছন্দসই সঙ্গী পেলে দাম্পত্য জীবন সুখের হয়।এছাড়া অল্প বয়সে বিয়ে করলে যৌন জীবন ও সুন্দর হয়।অল্প বয়সে বিয়ে করলে দ্রুত সন্তান নেওয়ার ও চাপ থাকে না।মূলত এ সবই উঠে এসেছে এই গবেষণায়।এই গবেষণা করতে গিয়ে অনেক পুরুষই বিয়ের বিরুদ্ধে কথা বলেছেন।তাদের মতানুসারে বিয়ে মানেই টেনশন।একদিকে কর্মস্থলের টেনশন অপরদিকে সংসারের টেনশন।এই দুই মিলিয়ে মানসিক চাপ বাড়তেই থাকে।শরীরের পক্ষে যা একেবারেই ভালো নয়।