www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

March 28, 2024 6:52 pm

২০২৩ নতুন বছরের শুরুতেই পঞ্জিকা মেনে মাঘের শুক্লা পঞ্চমী তিথি বসন্ত পঞ্চমীতে বাগদেবীর আরাধনা। চলুন জেনে নিই পুজোর নির্ঘন্ট। রইল প্রণাম ও পুস্পাঞ্জলি মন্ত্র (saraswati puja 2023)

২০২৩ নতুন বছরের শুরুতেই পঞ্জিকা মেনে মাঘের শুক্লা পঞ্চমী তিথি বসন্ত পঞ্চমীতে বাগদেবীর আরাধনা। চলুন জেনে নিই পুজোর নির্ঘন্ট। রইল প্রণাম ও পুস্পাঞ্জলি মন্ত্র (saraswati puja 2023
………………………………………………………………………………
সরস্বতী পুজোর তারিখ ও তিথি— ২০২৩ সালে সরস্বতী পুজো পড়েছে ২৬ জানুয়ারি। বাংলায় ১১ মাঘ পড়েছে পুজোর তিথি। এই তিথি পড়ছে ২৫ জানুয়ারি সন্ধ্যে ৬ টা থেকে। ২৫ জানুয়ারি সন্ধ্যে ৬ টা বেজে ২০ মিনিট ১১ সেকেন্ডে এই তিথি পড়েছে। ২৬ জানুয়ারি বিকেল ৪টে ৩৮ মিনিট ৫৩ সেকেন্ড পর্যন্ত থাকবে এই তিথি।

সরস্বতী প্রণাম মন্ত্র—- ‘নমো সরস্বতী মহাভাগে বিদ্যে কমল-লোচনে। বিশ্বরূপে বিশালাক্ষ্মী বিদ্যাং দেহি নমোহস্তুতে।। জয় জয় দেবী চরাচরসারে, কুচযুগশোভিত মুক্তাহারে। বীণারঞ্জিত পুস্তক হস্তে, ভগবতী ভারতী দেবী নমোহস্তুতে।’ (maa saraswati pronam mantra)

পুষ্পাঞ্জলী মন্ত্র—‘ওঁ জয় জয় দেবী চরাচরসারে, কুচযুগ-শোভিত মুক্তাহারে। বীণারঞ্জিত পুস্তক হস্তে, ভগবতী ভারতী দেবী নমোহস্তুতে।। নমঃ সরস্বত্যৈ নমো, নমঃ নিত্যং ভদ্রকাল্যৈ নম নমোঃ। বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানেভ্য এবচ। এষ সচন্দন পুষ্প বিল্ব পত্রাঞ্জলী সরস্বতৈ নমঃ।।এই বিশেষ মন্ত্রে তিনবার উচ্চারণ করে অঞ্জলী দেওয়ার রীতি প্রচলিত।

বাড়িতে সরস্বতী পুজো করার প্রয়োজনীয় সামগ্রী—— জোড়া সিম, জোড়া কুল, অভ্র- আবির, আমের মুকুল,দোয়াত, খাগের কলম, দুধ, দুর্বা, পলাশ ফুল, বই ও বাদ্যযন্ত্রাদি। এছাড়াও বাসন্তী রঙের গাঁদা ফুল ও মালা প্রয়োজন হয়। এছাড়াও লাগবে, সাদা কাপড়, বেলপাতা, কাঁচা হলুদ, সিঁদুর, চাল ,ধানের শিষ, পাঁচ ধরনের ফল, ফলে কলা ও নারকেল আবশ্যিক। থাকতে হবে ঘট,পান, সুপারি, ধূপ, প্রদীপ। (Spiritual)

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *