বাস্তুমতে টাকা হলো লক্ষ্মী। আর প্রয়োজনে লক্ষ্মী বড়ো চঞ্চলা হয়ে ওঠে। তাই বাস্তুর পরামর্শ মেনে সঠিক জায়গায় টাকা রাখুন। টাকা সব সময় সঠিক দিকে রাখা উচিত। যেখানে সেখানে টাকা রাখলে জীবনে নানা সমস্যা আসে। এই জায়গাগুলোতে বাড়িতে কখনোই টাকা রাখবেন না। এতে মা লক্ষ্মী রেগে যান। জানেন কোন কোন জায়গায় টাকা রাখবেন না? বাস্তু শাস্ত্র বলছে –
- আপনি আপনার বাড়ির অন্ধকারের দিকে একদমই আলমারি রাখবেন না। এটি খুব অশুভ বলে মনে করা হয়। এটি রাখলে আপনার বাড়িতে বাস্তুদোষের সৃষ্টি হবে। আর এই জায়গায় যদি টাকা রাখেন, তাহলে আপনার অর্থহানি হতে পারে এবং সম্পদ কখনোই বাড়বে না। আপনার জীবনে নানান সমস্যা আসবে। তাই আগেই সাবধান হোন।
- বাথরুমের কাছে কখনোই আলমারিতে টাকা রাখবেন না, এটি খুব খারাপ। এটি আপনার জীবনে নানান সমস্যা আনবে। এতে দেবী লক্ষ্মীও ক্রমশ রেগে যেতে থাকবেন। এবং আপনার অর্থহানি হবে।
- যদি আপনি কারোর কাছ থেকে কোনও উপহার পান, তা গয়না, ঘড়ি কিংবা যেকোনও বাক্স, সেখানে কখনোই নিজের টাকা রাখবেন না। এতে আপনার জীবনে নানান সমস্যা আসবে। এমনকি জমানো টাকা শেষ হয়ে যাবে।
- আলমারি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। এতে সম্পদের দেবী খুশি হন। ভাঙা জিনিস রাখবেন না নাল আলমারিতে। কারণ এখানে টাকা রাখলে আপনার জীবনে অর্থসঙ্কট আসতে পারে।
- চারদিকে টাকা, পয়সা ছড়িয়ে রাখবেন না। এতে মা লক্ষ্মী খুব রেগে যান। এতে আপনাকে অর্থ সঙ্কট ঘিরে ধরবে। যতই আপনি টাকা জন্মান না কেন, তা আপনার কাছে থাকবে না। বাড়তি খরচ বাড়তে থাকবে। টাকা যেহেতু মা লক্ষ্মীর দান, সেহেতু তা সঠিক জায়গায় রাখা খুব দরকার।