শাশ্বতী চ্যাটার্জি:: ভুলভুলাইয়া ২ তার হাস্যকৌতুক দিয়ে বহু মানুষের হৃদয়কে জয় করেছে।এনিস বেঞ্জামি ভৌতিক হাস্যকৌতুকের মধ্যে দিয়ে তার ক্যারিয়ারের সূচনা করলেন।তার জীবনেএই সিনেমাটি প্রথম ১০০কোটির বেশি ব্যবসা করল।তার ফ্যানেরা কার্তিক আরিয়ানের পারফরম্যান্স দেখে খুবই অভিভূত।কার্তিক আরিয়ান তার ফ্যানদের আনন্দ দেওয়ার জন্য কলকাতায় এসে “আমি যে তোমার” গানটি লঞ্চ করলেন।এই গানটা গেয়েছেন অরিজিৎ সিং এবং সংগীত পরিচালনা করেছেন প্রীতম চক্রবর্তী।এই গানটি লঞ্চ করার পরে কার্তিক আরিয়ান বলেছেন যে তিনি শুধুমাত্র তার ফ্যানদের অনুরোধের জন্যই কলকাতায় এই গানটি লঞ্চ করেছেন।এছাড়াও তিনি বিশ্বাস করেন যে এই গানটির সঙ্গে কলকাতার একটা আত্মিক সম্পর্ক আছে।তিনি ফ্যানদের ধন্যবাদ জানিয়েছেন এই সিনেমাটিকে সফল করার জন্য।
তিনি হাওড়া ব্রিজ দর্শন করেছেন।
‘ভুলভুলাইয়া ২’ একটি ভৌতিক পারিবারিক কমেডি সিনেমা।এর পরিচালক হচ্ছে এনিস বেঞ্জামি।টিসিরিজের ব্যানারে প্রযোজক হচ্ছেন ভূষণ কুমার,মুরাদ খেতানি,অর্জুন খেতানি এবং কিষান কুমার।আশা করবো আপনারা সকলে এই পারিবারিক মজাদার সিনেমাটি অবশ্যই দেখবেন।