বৈদিক জ্যোতিষশাস্ত্রমতে গুরু গ্রহ প্রায় একটি রাশি থেকে আরেকটি রাশিতে যেতে ১২ বছর সময় নিয়ে নেয়। গত ৯ মে মিথুন রাশিতে প্রবেশ করেছেন গুরু গ্রহ। আর ৬ বুধ, স্বরাশি মিথুনে প্রবেশ করবেন। এরপর বুধের সঙ্গে ৬ জুন যুতি তৈরি করবেন। এই দুই গ্রহের যুতিতে অনেকেরই ভাগ্যে আসবে সোনার চমক। এই সময় ধনদৈলতে অপার বৃদ্ধি দেখা যাবে।
- মিথুন
আপনাদের জন্য গুরু আর বুধের যুতি লাভদায়ক হতে চলেছে। এই সংযোগ আপনার রাশিতে প্রথম স্থানে তৈরি হতে চলেছে। এই সময় আপনার পরিবারের সঙ্গে সম্পর্ক ভালোর দিকে যাবে। এই সময়কাল বিবাহিতদের জন্য খুবই ভালো হতে চলেছে। এই সময় অনেক কিছু নতুন শিখতে পারবেন আপনি। ফলে আপনার কেরিয়ারে হবে লাভ। স্বাস্থ্যের দিক থেকে দেখলে এই সময় পেতে পারেন বহু সমস্যা থেকে রেহাই। পুরনো কোনও রোগ থেকে মুক্তি আর মানসিক সমস্যা থেকে মুক্তি হতে পারে এই সময়। এই সময় আপনি পার্টনারশিপের কাজ করতে পারেন।
- কন্যা
গুরু আর বুধের সংযোগ আপনাদের জন্য বেশ লাভদায়ী। এই যুতি আপনার রাশিতে কর্মভাবে তৈরি হবে। আপনার কাজের দিক থেকে ভালো উন্নতি দেখা যাবে। চাকরিতে প্রমোশন আর বেতন বৃদ্ধি হতে পারে। ব্যবসায়ীরা বড় প্রজেক্ট বা ক্লায়েন্টের থেকে লাভ পেতে পারেন। বাবার সঙ্গে সম্পর্ক আগের থেকে ভালো হবে। বাবার সঙ্গে সম্পর্ক খুবই ভালো থাকবে।
- বৃষ
এই যুতি আপনার রাশিতে ধন সম্পত্তি আর বাণীর ভাবে তৈরি হবে। এই সময় আপনার বাণীতে পরিবর্তন আসবে। আপনার ব্যক্তিত্বে আসবে উজ্জ্বলতা। কোনও আটকে থাকা কাজ এই সময় হতে পারে সম্পন্ন। আর্থিক পরিস্থিতি আগের থেকে ভালোর দিকে যাবে। চাকরি বা ব্যবসায় উন্নতির রাস্তা খুলে যেতে পারে। দৈনিক কাজে আপনার লাভ হবে।