খবরে আমরাঃ সবেধন নীলমণি শুধু কেরল (Kerala)। বাংলায় ক্ষমতা হারানো বছর ১১ হয়ে গেল। এরাজ্যে বিধানসভা ভোটের নিরিখে তিন নম্বরে নেমে এসেছে সিপিএম। ত্রিপুরাতেও অবস্থা তথৈবচ। অন্যান্য রাজ্যগুলিতেও বিরাট কোনও প্রভাব নেই। একটা সময় যে দলের লোকসভার সদস্য সংখ্যা চল্লিশের বেশি ছিল, সেই দলই আজ নেমে এসেছে মাত্র ৩-এ। কিন্তু ক্রমশ শক্তিহারা হলেও জৌলুস কমেনি সিপিএমের। অন্তত পার্টি কংগ্রেসের আয়োজন দেখলে বোঝার উপায় নেই যে এই দলটি গোটা দেশের মাত্র একটি রাজ্যে ক্ষমতায়। প্রতিদিন পার্টি কংগ্রেসের ছাউনিতে প্রতিনিধিদের খাওয়াদাওয়ারও এলাহি আয়োজন করা হচ্ছে। বিভিন্ন রাজ্যের প্রতিনিধি ছাড়াও নিরাপত্তারক্ষী, ভলান্টিয়ার মিলিয়ে প্রায় দেড় থেকে দু’হাজার মানুষের জন্য প্রতিদিন খাবার-দাবারের আয়োজন করা হচ্ছে। যেখানে উত্তর ও দক্ষিণ ভারতের প্রতিনিধিদের জন্য আলাদা আলাদা ভুরিভোজের ব্যবস্থা করা হয়েছে। বুধবারই যেমন উত্তর ভারতের প্রতিনিধিদের খাবারের মেন্যুতে ছিল, ভাত রুটি, ডাল মাখনি, রুই মাছের কালিয়া, চিকেন কষা, চিংড়ির ঝাল, পাপড়, ফ্রুট স্যালাড, টকদই, পায়েস, আইসক্রিম এবং বিভিন্ন রকমের ফল। দক্ষিণ ভারতের প্রতিনিধিদের জন্যও বিপুল আয়োজন করা হয়।
সিপিএমের সরকারি হিসাব বলছে, গোটা পার্টি কংগ্রেসে (Party Congress) খরচ হচ্ছে ৪ কোটি টাকা। প্রশ্ন উঠছে, সর্বহারার দলের পার্টি কংগ্রেসে এত আয়োজন? এত খরচ? যদিও নামে সর্বহারার দল হলেও আসলে সিপিএম কিন্তু বেশ বড়লোক দল। ২০১৯-২০ সালের হিসাব অনুযায়ী সিপিএমের মোট সম্পত্তির পরিমাণ ৪৯৬ কোটি ৫১ লক্ষ টাকা।