ভারতীয় জ্যোতিষ ও ধর্মের কাছে তুলসী গাছ খুবই পবিত্র। প্রত্যেকের বাড়িতে তুলসী গাছ রাখার পরামর্শ দেওয়া হয়। ভারতীয় ধর্ম বিশ্বাস করে তুলসীতে বাস লক্ষ্মীর। বলা হয়, তুলসীর শুকনো কাঠ দিয়ে আপনি যদি এই প্রতিকার করেন। তাহলে মা লক্ষ্মী আপনার বাড়িতেই থাকবেন। আপনার বাড়ি থেকে কখনও তিনি যাবেন না। এতে আপনার আর্থিক দিকেও লাভ হবে। বলা হয়েছে –
- প্রথমে শুকনো সাতটি তুলসী কাঠ নিন। তারপরে তাকে সাদা সুতোয় বেঁধে নিন। এরপর ভালো করে ঘিতে ডুবিয়ে নিন। তারপর ভগবান বিষ্ণুর সামনে সেটিকে পোড়ান। এটি করলে ভগবান বিষ্ণুর পাশাপাশি মা লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ পাবেন আপনি।
- শুকনো তুলসী কাঠ ১০-১২ টা নিন। তারপর তুলো বা সাদা সুতো দিয়ে ভালোভাবে বাধুন। তারপরে গঙ্গা জলে চুবিয়ে রাখুন। তারপর প্রতি সপ্তাহ হয়ে এটি দিয়ে গঙ্গাজল ছেটান। তাহলে ঘর থেকে নেতিবাচক শক্তি দূর হবে। পরিবারে যে অশান্তির পরিবেশ ছিল। তা দূর হবে ও আপনার ঘরে শান্তি বজায় থাকবে।
- শুকনো তুলসী কাঠ ভালো করে ধুয়ে একটু শুকিয়ে নিন। পরে তা একটা সাদা কাপড়ে জড়িয়ে বাড়ির মূল প্রবেশ দ্বারে ঝুলিয়ে রাখুন। এতে দেখবেন ঘরে সুখ, সমৃদ্ধি আসবে। মা লক্ষ্মীর আপনার জীবনের সফলতা আসবে। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনেও আপনি খুব সুখী হবেন।