www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

January 16, 2025 6:27 am

ভারতীয় জ্যোতিষশাস্ত্রের কাছে খরমাসের গুরুত্ব অপরিসীম। জ্যোতিষ মতে গ্রহের রাজা সূর্য যখন দেবগুরু বৃহস্পতি ধনু ও মীন রাশিতে প্রবেশ করে

ভারতীয় জ্যোতিষশাস্ত্রের কাছে খরমাসের গুরুত্ব অপরিসীম। জ্যোতিষ মতে গ্রহের রাজা সূর্য যখন দেবগুরু বৃহস্পতি ধনু ও মীন রাশিতে প্রবেশ করে তখনই কিন্তু খরমাসের শুরু হয়। এই সময় মানুষকে কিছু বিধি পালন করার নির্দেশ দিয়েছে জ্যোতিষ শাস্ত্রীরা।

  • এই সময় ভগবান বিষ্ণুর ও সূর্যদেবের পুজো করা অত্যন্ত শুভ বলা হয়। সূর্যদেবের পুজো বলে জীবনের সফলতা লেগে থাকে। সেই সঙ্গে সুখ সমৃদ্ধিও বাড়তে থাকে।
  • এই খরমাসে বা পৌষ মাসে জন্মগ্রহণকারী ব্যক্তিরা সূর্যদেবকে খুশি করা খুব দরকার। এটি করলে তাদের দুর্ঘটনা বা অকাল মৃত্যুর ভয় কেটে যাবে। তাই তারা এই সময়ে অভিজিৎ মুহূর্তের সূর্যের পুজো করবেন। তাহলে আপনারতা বড় কোনও রোগে আক্রান্ত হবেন না। এই সময় কিছু কাজ এড়িয়ে যাবার পরামর্শ দিয়েছেন জ্যোতিষ শাস্ত্রীরা। তাঁদের মতে –
  • ধনু রাশিতে সূর্যের প্রবেশের সঙ্গে সঙ্গে বৃহস্পতিও কিন্তু তার কার্যক্ষমতা অনেকটা কমিয়ে ফেলে। তাই এসময় বৃহস্পতি উগ্র অবস্থায় থাকে। সূর্য মকর রাশিতে যাত্রা শুরু করলে আবারও শুভ কাজ করা যায়। এই খরমাসে শুভ কাজ স্থগিত থাকে। তাই এই সময়ে সম্পত্তি কেনা, যানবাহন কেনা, গৃহপ্রবেশের মতন কাজ করবেন না।
  • যদি আপনার বাড়িতে কোন পুত্র বা কন্যা থাকে, তাঁদের কোনও কাজের জন্য ঘরের বাইরে পাঠাবেন না।, কারণ এই সময় ঘরের বাইরে পাঠানো তাদের একদমই উচিত নয়। তারা কোনও শুভ কাজ করলে সেই কাজে সফলতা আসবে না।
administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *