আপনি কি বর্ধমানে থাকেন। তবে সাবধান হয়ে যান। বর্ধমান (Burdwan) শহরজুড়ে অত্যাধুনিক সিসিটিভি (CCTV) বসিয়েছে বর্ধমান ট্রাফিক পুলিশ (Burdwan Traffic Police)। তবে নিরাপত্তার জন্য নয়। এবার থেকে হেলমেট বিহীন গাড়ি, ওবারটেকিং, সিগনাল লাইট ভায়োলেশন, অতিরিক্ত স্পিডে গাড়ি চালালে এবার আর পুলিশ নয়, আপনাকে ধরতে তৈরি ওই ক্যামেরা। লাগামছাড়া মানসিকতার পরিবর্তন আনুন। নইলে তৈরি থাকুন ৫০০-১০ হাজার টাকা জরিমানা ভরতে।
শহরের মূল কেন্দ্রগুলি যেমন, বীরহাটা (Birhata), কার্জন গেট (Curzon Gate), নবাবহাট মোড় (Nababhat More), আলিশা মোড (Alisha More), উল্লাস মোড় Ullash More), স্টেশন Burdwan Station) মোড় সহ কয়েকটি রাস্তার মোড়ে বসেছে এই সিসিটিভি। বর্ধমান ট্রাফিক পুলিশ থেকে আগাম সতর্ক করে বিজ্ঞপ্তি জারি হয়েছে।
ভাবছেন কি ভাবে ধরবে। তবে জেনে রাখুন। আপনার ট্রাফিক নিয়ম ভঙ্গের ছবি ওই সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সরাসরি চলে যাবে পুলিশ কন্ট্রোল রুমে। সেখান থেকেই গাড়ির রেজিস্ট্রেশন নম্বর ধরে লিপিবদ্ধ মোবাইল নম্বরে চলে যাবে ফাইনের রসিদ। ১৫-৩০ দিনের মধ্যে সেই রসিদ নিয়ে ট্রেজারি বা ব্যাঙ্কের মাধ্যমে আপনাকে ফাইনের টাকা ঘরতে হবে। একাধিক ফাইন জমা হয়ে গেলে বা অনাদায তাকলে সংশ্লিষ্ট ঠিকানায় পৌঁছিয়ে যাবে আদালতের নোটিশ। একাধিক ভায়োলেশন হলে সাসপেন্ড হতে পারে আপনার গাড়ি চালানোর লাইসেন্স।