সংসারে শান্তি বজায় থেকোক তা আমরা সবাই চাই। আর সুখ ও শান্তির প্রধান উপকরণ ‘টাকা’। সেই টাকা বাঃ সম্পদ নিজের অধিকারে রাখার জন্য পূর্ণিমার আগে কিছু জরুরী কাজ সেরে রাখতে বলছে ভারতীয় জ্যোতিষ। যেমন –
- এটা লালা কাপড়ে বেঁধে রেখে দিন
যদি আপনি আর্থিক সঙ্কট কাটিয়ে উঠতে চান, তাহলে দোলের দিন অবশ্যই তুলসী দেবীর পুজো করুন। তুলসী গাছের কুড়ি নিয়ে লাল কাপড়ে বেঁধে আপনি আপনার পার্সে কিংবা আপনার আলমারিতে রেখে দিন। মনে করা হয়, এতে আপনার আর্থিক দিকে লাভ হবে। সেই সঙ্গে আপনার কোষাগার কখনোই ফাঁকা হবে না। গ্রহ দোষ কাটবে।
- তুলসী পুজো
মনে করা হয়, তুলসী গাছের পুজো করলে মা লক্ষ্মীর বিশেষ কৃপা পাওয়া যায়। তাই দেবী তুলসীর পুজো করলে আপনার জীবনে গ্রহ দোষ কাটবে। শুধু তাই নয়, দোলের দিন তুলসী গাছে পুজো করার পর অবশ্যই একটা প্রদীপ জ্বালিয়ে দেবেন। এতে আপনার জন্মকুণ্ডলীতে কোনও গ্রহ যদি অশুভ অবস্থায় থাকে কিংবা দুর্বল স্থানে থাকে তাহলে সেই গ্রহ ক্রমশ শক্তিশালী হবে অর্থাৎ গ্রহ গ্রহ দোষ থেকেও মুক্তি পাবেন, মা লক্ষ্মীর বিশেষ কৃপাও পাবেন আপনি।
- মোমবাতি জ্বালান
যদি আপনার কোনও গুরুত্বপূর্ণ কাজ আটকে থাকে, সেই কাজ থেকে আপনি দ্রুত শেষ করতে চান, তাহলে অবশ্যই দোলের দিন সকালে স্নান সেরে গোপালের পুজো করুন। তারপর তুলসী গাছের কাছে গিয়ে একটা মোমবাতি জ্বালিয়ে দিয়ে আপনার কাজের কথা বলুন। এতে তারপর লাড্ডু গোপালের সঙ্গে আপনি দোল খেলুন। এতে দেখবেন ভগবান শ্রীকৃষ্ণ খুশি হবেন। এতে আপনার সমস্ত কাজের বাধা কেটে যাবে।