www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

March 22, 2025 7:11 am

কলকাতার শিশু সংগ্রহশালা এক আশ্চর্য জায়গা। যাঁরা যান নি তাঁরা কল্পনাও করতে পারবেন না এখাকার পুতুলের ভান্ডার।

কলকাতার শিশু সংগ্রহশালা এক আশ্চর্য জায়গা। যাঁরা যান নি তাঁরা কল্পনাও করতে পারবেন না এখাকার পুতুলের ভান্ডার। দেশ বিদেশ থেকে সংগ্রহ করা প্রায় ১১০০ আশ্চর্য পুতুল এখানে আছে। এখানে প্রায় দু’যুগ পর সুদূর চিন থেকে এসেছে উপহার। কলকাতায় এই পুতুল সংগ্রহশালা শিশুদের কাছে অন‌্যতম আকর্ষণীয় স্থান। দেশ-বিদেশের নানা ধরনের পুতুল রয়েছে এই সংগ্রহশালায়। মোট ১১০০টি পুতুল রয়েছে। ৯৬টি রাষ্ট্র থেকে এই পুতুলগুলি উপহার হিসাবে পাঠানো হয়েছে। প্রতিবেশী দেশ নেপাল, ভুটানের পুতুল যেমন রয়েছে, তেমনই সংগ্রহের তালিকায় রয়েছে চেকোশ্লোভাকিয়া, বলিভিয়া, রাশিয়া, ফিলিপিন্স, জার্মানি, আমেরিকা, জাপানের মতো দেশের পুতুল।

বিদেশি পুতুলদের সেই  ঘর দেখতেই সারা বছর এখানে কচিকাঁচাদের আনাগোনা লেগে  থাকে। সম্প্রতি, চিন থেকে ৪৯টি পুতুল এসেছে এই সংগ্রহশালায়। দীর্ঘ ২২ বছর পর চিন ফের  উপহার পাঠাল। সংগ্রহশালার অধিকর্তা সুদীপ শ্রীমল জানান, বহুবছর পর চিন থেকে পুতুল এসেছে। একসঙ্গে ৪৯টি পুতুল পাঠিয়েছে শি জিনপিং সরকার। এর আগেও চিন পুতুল পাঠিয়েছিল। কিন্তু এত সংখ‌্যক পুতুল একসঙ্গে এই প্রথম। এর ফলে স্বাভাবিক কারণেই ওই সংগ্রহশালার মর্যাদা অনেক বাড়লো। মানুষের ভিড় এবার বাড়তে শুরু করবে। শিল্পরসিক মানুষদের কাছে এই সংগ্রহশালার মূল্য অনেক।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *