খবরে আমরাঃ পূর্ববর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের নামে ভুয়ো সোশাল মিডিয়া অ্যাকাউন্ট। সেই অ্যাকাউন্টে তার ছবি দিয়ে “হরিদাস পাল” নামে ভুয়ো অ্যাকাউন্ট। সেই ঘটনার কথা জানাজানি হতেই তৃণমূলেরই জেলা সম্পাদকের নামে কাটোয়া থানায় অভিযোগ দায়ের। সদ্য হয়ে যাওয়া কাটোয়া পৌরভোটে হার নিয়ে ওই সম্পাদকের সঙ্গে জেলা সভাপতির দ্বন্দ্ব শুরু হয়। কয়েকদিন ধরেই ওই জেলা সম্পাদক জেলা সভাপতিকে প্রকাশ্য মঞ্চে ‘হরিদাস পাল’ বলে তুলোধনা করছিলেন। তারমধ্যেই এই বিতর্ক আবার নতুন করে সেই দ্বন্দ্বে আলাদা মাত্রা যোগ হল। সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে কাটোয়া থানার পুলিশ।
