খবরে আমরাঃ মাদক পাচার রোধে আবার সাফল্য পেল পাঁশকুড়া থানার পুলিশ। শনিবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে তমলুক মহকুমা পুলিস আধিকারিক সাকিব আহমেদ সহ পুলিশকর্মীরা অভিযান চালিয়ে গ্রেফতার করে ২ গাঁজা পাচারকারীকে। জানা গিয়েছে, ধৃতেরা হল পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার দেবাশিষ প্রামাণিক ও উড়িষ্যা সম্বলপুরের কৃষ্ণচন্দ্র প্রধান। পাঁশকুড়া থানার পুলিশ আজ ভোরে মেছোগ্রাম মোড়ে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৫১কেজি গাঁজা। উড়িষ্যা থেকে হাওড়ার দিকে একটি লরিতে করে এই গাঁজা পাচার করা হচ্ছিল বলে পুলিশের জানিয়েছে। পুলিস লরিটিকেও আটক করেছে। ধৃতদের আজ তমলুক আদালতে পাঠানো হবে। পুলিস ধৃত দুজনকে রিমান্ড এ নিয়ে আরো জানার চেষ্টা করবে এই গাঁজা পাচার চক্রের সঙ্গে আর কারা যুক্ত।
