খবরে আমরাঃ নতুন করে রাজনৈতিক পারদ চড়তে শুরু করল খেজুরিতে। এবার খেজুরি বোমা বিস্ফোরণ কাণ্ডের তদন্তে গতি আনল জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। বিস্ফোরণ-কাণ্ডের তদন্তে এবার পূর্ব মেদিনীপুরের ৪০ জনের বেশি তৃণমূল নেতাকে নোটিশ পাঠাল এনআইএ। অবিলম্বে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে।
ওই তালিকায় রয়েছেন পূর্ব মেদিনীপুর জেলার মৎস্যমন্ত্রী অখিল গিরি, পটাশপুরে বিধায়ক উত্তম বারিক, কাঁথি-১ পঞ্চায়েত সমিতির সভাপতি প্রদীপ গায়েন, কাঁথি-১ ব্লকের তৃনমূলের ব্লক সভাপতি রামগোবিন্দ দাস, সংখ্যালঘু নেতা শেখ আনোয়ার উদ্দিন সহ এক ঝাঁক তৃণমূল নেতা৷ প্রসঙ্গত গত ৩ জানুয়ারি রাতে খেজুরি বিধানসভা পশ্চিম ভাঙ্গনবারি গ্রামের বোমা বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা। বিস্ফোরণে দুই তৃণমূল কর্মী মৃত্যু হয়। ঘটনাস্থলে মৃত্যু হয় অনুপ দাস (৩০) নামে এক তৃণমূল কর্মীর৷ পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় কঙ্কন করণ (৩৫) নামে আরেক তৃণমূল কর্মীর।
ঘটনাস্থল পরিদর্শনে যান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পরিদর্শন করার পর এনআইএ তদন্তের দাবি তোলেন তিনি। জানান, এনআইএ তদন্ত হলেই প্রকৃত সত্য উঠে আসবে। এরপর জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ তদন্তে দায়ভার নেয়।