একটা সরস্বতী প্রতিমা কত উঁচু হতে পারে? ৫/৭ বা বড়োজোর ১০ ফুট। আমাদের সব চিন্তাকে ফুৎকারে উড়িয়ে দিয়ে মহেশতলা ৩৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোপাল সাহার উদ্যোগে গঠিত হলো ১১১ ফুট উঁচু সরস্বতী প্রতিমা। পুজো উদ্যোক্তাদের দাবি, বিশ্বের সব থেকে উঁচু সরস্বতী প্রতিমা এটি। লোহার পাইপ, বাঁশ, থার্মোকল, চট দিয়ে তৈরি হয়েছে এটি। গোপালবাবু কথা শুরুই করলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে স্মরণ করে।
গোপালবাবু বলেন, “আমাদের চিন্তা-ভাবনার অনুপ্রেরণা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি সব সময় অন্য কিছু করার চিন্তা করেন। তাঁর চিন্তা থেকে অনুপ্রাণিত হয়ে আমরা আলাদা কিছু করতে চেয়েছি। তাই জন্য ভাবলাম সরস্বতী মাকে যেন সবার উপরে রাখতে পারি।” তবে আকারে বড়ো মানে কিন্তু ‘মা’ বড়ো বা ছোট হয়। সেটা অবশ্য অন্য প্রসঙ্গ।
এমন বিশাল প্রতিমা তৈরির পাশাপাশি এর নিরাপত্তার বিষয়টি নিয়েও চিন্তাভাবনা করছেন তাঁরা। আচমকা কোনও প্রাকৃতিক বিপর্যয় হলেও এই দশতলা উঁচু সরস্বতী প্রতিমা যাতে পড়ে না যায়, তার জন্য সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে বলে তাঁদের দাবি।