www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

March 27, 2025 1:39 pm

সত্য বলার হাজার রাস্তা আছে কিন্তু প্রতিটি সত্য হতে হবে​৷

সাধক রামকৃষ্ণের অন্যতম শিষ্য স্বামী বিবেকানন্দ বলতেন –

১) সত্য বলার হাজার রাস্তা আছে কিন্তু প্রতিটি সত্য হতে হবে​৷

২) জেগে ওঠো, সচেতন হও এবং লক্ষ্যে না পৌঁছা পর্যন্ত থেমো না।

৩) পৃথিবীই হল সব থেকে বড় ব্যয়ামগার, যেখানে আমরা শক্ত সমর্থ হয়ে উঠি ৷

৪) মন ও মস্তিষ্কের দ্বন্দ্বে সব সময়ে অনুসরণ করবে মনকে ৷

৫) প্রতিদিন নিজের সঙ্গে অন্তত একবার কথা বলো, অন্যথায় হারাতে হবে জ্ঞানী-গুণী ব্যক্তির সংসর্গ ৷

৬) সেই বিষয়ই ত্যাগ করো যা তোমাকে শরীর, বুদ্ধি ও আধ্যাত্মিক ভাবে দুর্বল করে তোলে ৷

৭) নেতৃত্বে যখন থাকবে তখন ভাব হবে দাসের মত, হতে হবে সম্পূর্ণ স্বার্থহীন, অসীম ধৈর্য ধরতে হবে ৷ তাহলেই সাফল্য শুধুমাত্র তোমারই।

৮) মেয়েদের আগে তুলতে হবে, সকলকে জাগাতে হবে; তবে তো দেশের কল্যাণ – ভারতের​ কল‍্যাণ।

৯) তুমি খ্রিষ্টের মতো ভাবলে তুমি একজন খ্রিষ্টান, তুমি বুদ্ধের মতো ভাবলে তুমি একজন বৌদ্ধ। তোমার ভাবনা, অনুভূতিই তোমার জীবন, শক্তি, জীবনীশক্তি।

১০) মুক্তি কী ? যখন তুমি প্রতিটি মানুষের মনের মন্দিরে ঈশ্বরের অবস্থান অনুভব করতে পারবে, সমস্ত বন্ধন থেকে তুমি মুক্তি পাবে ৷ মুক্ত হবে তুমি ৷

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *