মহাপুরুষ স্বামী বিবেকানন্দ বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছিলেন বেদান্ত ধর্মের মূল বাণী। তিনি গুরু রামকৃষ্ণের মতো মনে করতেন, সমস্ত ধর্মই সত্য। যেভাবে নদী সমুদ্রে গিয়ে মেশে সেভাবেই সমস্ত ধর্মের মাধ্যমেই ঈশ্বরের সঙ্গে মিলিত হওয়া সম্ভব। শুধুই চাই ভক্তি ও বিশ্বাস।
পরাধীন ভারতে যখন অত্যাচার, শাসন ও শোষণে মানুষ দিগভ্রান্ত তখন স্বামীজী মানুষের মনে একই সঙ্গে দেশপ্রেম ও ঈশ্বরপ্রেম জাগানোর জন্য তাঁর মহান বাণী প্রচার করেন। স্বামীজীর তেমনই কয়েকটি অমোঘ উক্তি।
১) কেউ ধর্মে জন্মায় না, কিন্তু প্রত্যেকেই একটি ধর্মের জন্য জন্মগ্রহণ করে।
২) ধর্ম খুব কম মানুষের কাছে একটি প্রয়োজনীয় জিনিস এবং মানবজাতির বিশাল জনগোষ্ঠীর কাছে এটি একটি বিলাসিতা।
৩) ধর্ম বাইরে থেকে আসে না, ভেতর থেকে আসে।
৪) যেদিন থেকে তুমি নারী-পুরুষের মধ্যে ঈশ্বরকে দেখতে শুরু করবে সেদিন থেকেই আমি তোমাকে ধার্মিক বলব।
৫) আপনি ঈশ্বরের সর্বোচ্চ মন্দির; যেকোন মন্দির, মূর্তি বা বাইবেলের চেয়ে আমি তোমার উপাসনা করতে চাই।
৬) ধর্ম বইয়ে নয়, তত্ত্বে নয়, গোঁড়ামিতে নয়, কথাবার্তায়ও নয়, এমনকি যুক্তিতেও নয়। এটা হচ্ছে এবং হচ্ছে।
৭) বই কখনো ধর্ম বানায় না, কিন্তু ধর্ম বই বানায়। এটা আমাদের ভুলে গেলে চলবে না।