রাজ্যের নিয়ন্ত্রণাধীন দক্ষিণবঙ্গ পরিবহন সংস্থার কোনো বাসেরই ফিটনেস সার্টিফিকেটে নেই। সরকারের নিয়ন্ত্রিত বলে সরকারি বাস পরিবহান আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে কোনো আইন মানে না। এমন অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে মামলা করলেন আইনজীবী অনিন্দ্যসুন্দর দাস। এই অভিযোগের স্বপক্ষে এসবিএসটিসি কোনও যুক্তি দিতে পারেনি। প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ আগামী এক মাসের মধ্যে হলফনামা দিয়ে বক্তব্য জানাতে নির্দেশ দিয়েছে। সম্প্রতি এসবিএসটিসির একচি বাস দুর্ঘটনার কবলে পড়ে জাতীয় সড়কে মেমারি থানা এলাকায়। ৪০জন যাত্রী আহত হয়। মামলাকারী অনিন্দ্যর অভিযোগ ওই বাস চালানোর সরকারি ছাড়পত্র নেই। না ছিল ফিটনেস সার্টিফিকেট, না পলিউশন সার্টিফিকেট। খোদ বাসটির রুট পার্মিটও নেই। এই দুর্ঘটনাকে সামনে রেখে মামলা দায়ের হয়। নিয়ম মতো যে কোনও বাস চালাতে গেলে তার রুট পার্মিট, ফিটনেস সার্টিফিকেট, পলিউশন সার্টিফিকেট জরুরী। নির্দিষ্ট সময় অন্তর বাসের পরীক্ষা করে এই সার্টিফিকেট দিয়ে থাকে পরিবহন দফতর। কিন্তু অভিযোগ, যেহেতু সরকার নিজেই বাস চালায় আর পরিবহন দফতরও সরকারের হাতে তাই নিয়ম কে অনিয়মে পরিণত করা হয়েছে। রাজ্য নিজেই নিয়ম না মেনে বাস চালানোয় কোনও অঘটন হলে তার দায় কে নেবে, সেই প্রশ্ন তোলা হয়েছে মামলায়। দাবি, দুর্ঘটনা হলে বিমা বা ক্ষতিপূরণ মিলবে না। হাইকোর্ট এই বিষয়টিকে গুরুত্ব দিয়েই রাজ্যের ব্যাখ্যা তলব করেছে।
রাজ্য
সরকারি বাসই মানে না সরকারের নিয়ম, হলফনামা তলব হাইকোর্টের
- Sri Pritam
- May 22, 2022
- Latest Update: May 22, 2022 6:04 pm
- 569
- Less than a minute
- 0
You can share this post!
administrator