বাংলার দুর্গাপুজোর কার্নিভাল সম্পূর্ণ মুখ্যমন্ত্রীর মস্তিস্ক প্রসুত। স্বাভাবিক কারণেই এই কার্নিভালের প্রতি তাঁর একটা গভীর টান আছে। রবিবার রেড রোডে কেন্দ্রীয় কার্নিভালে সব পুজো কমিটি স্থান পাবে না। তাই শনিবার বিভিন্ন জেলায় নিজস্ব কার্নিভাল হয়। ২০২১ সালে ইউনেস্কোর তরফে বাঙালির শ্রেষ্ঠ উৎসব বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি পাওয়ার পর থেকেই মুখ্যমন্ত্রীর এই কার্নিভালের ভাবনা এবং বাস্তবায়ন। প্রথমে শুধু কলকাতার নামীদামি পুজো নিয়েই এই কার্নিভাল হতো।পরে জেলাগুলিতেও সেই আদলে প্রতিমান বিসর্জন শুরু হয়। এদিন শিলিগুড়ি, আলিপুরদুয়ার, বালুরঘাট থেকে শুরু করে হুগলি, ডায়মন্ড হারবারে এই বিশেষ কার্নিভালের মাধ্যমে হয়ে গেল দুর্গা বিসর্জন।
এবছর শনিবার, ৪ অক্টোবর জেলায় সেই বিশেষ শোভাযাত্রা হয়ে গেল। আর তার জৌলুস দেখে আপ্লুত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সন্ধ্যায় নিজের এক্স হ্যান্ডলে জেলার প্রতিমা বিসর্জনের বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন। দুর্গাপুজো শেষ হয়েও রেশটুকু রয়ে গিয়েছে। উমার বিদায়বেলা যাতে বিষণ্ণতার নয়, উৎসব মুখরিত হয়ে থাকে, তার জন্য মুখ্যমন্ত্রী জেলায় জেলায় বিসর্জন কার্নিভালের কথা ঘোষণা করেছেন। সেইমতো কয়েক বছর ধরেই এই কার্নিভাল হয়ে আসছে।