বেলপাতা হিন্দু ধর্মে খুবই গুরুত্বপূর্ণ। প্রায় সমস্ত শুভকর্মে বেলপাতার প্রয়োজন। কিন্তু মহাদেবের মাথায় বেলপাতা নিবেদন করার আগে আমাদের জেনে নেওয়া দরকার কিভাবে বেলপাতা নিবেদন করা উচিত। বেলপাতার নিবেদনের সময় কিছু নিয়ম মেনে চলতে হয়। বেলপাতা নিবেদনের সময় তিনটি পাতার ডাঁটা ভেঙে মহাদেবকে নিবেদন করুন। শিবলিঙ্গে বেল পাতা অবলম্বনের সময় সঠিক নিয়ম মেনে চলুন। শিবলিঙ্গে নিবেদন করা বেলপাতা সব সময় উলটো করে নিবেদন করা উচিত। যে দিকে বেলপাতার মসৃণ পিঠ সেই দিক শিবলিঙ্গে নিবেদন করা উচিত। আমরা অনেক সময় ভুল করে ফেলি, সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে।
এছাড়াও ধর্মতত্ত্বে বলা হচ্ছে, অনামিকা, বুড়ো আঙুল ও মধ্যমার সাহায্যে বেল পাতা মহাদেবকে নিবেদন করতে হয়। বেল পাতা গাছের পুরো ডাল ভেঙে ফেলবেন না। বেলপাতা ছিঁড়ে নিতে হয়। বেল পাতা ভাঙার আগে ও পরে মনে মনে প্রণাম করুন। কোনও কারণে বেলপত্র না থাকলে, একটি বেল পাতা নিবেদন করতে পারেন। পরিবারের কোনও সদস্য যদি শিবলিঙ্গে বেলপাতা নিবেদন করে থাকেন তবে সেই পাতা ধুয়ে আবার নিবেদন করুন। তবে সব ক্ষেত্রেই ভক্তিভরে নিবেদন করবেন। দায়সারা নিবেদন মহাদেব গ্রহণ করেন না।