www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

April 26, 2024 8:51 pm
shani dev

ভগবান শনিদেবের (Shani Dev) কৃপা দৃষ্টি সবসময় নিজের ভক্তর উপরে রেখে থাকেন। যেসব ভক্তরা ভগবান শনিদেবের বীজ মন্ত্র পাওয়ার জন্য বহুদিন ধরে অপেক্ষা করে আছেন আজ তাদের জন্য কামসুত্র অনলাইন নিয়ে এসেছে বীজ মন্ত্র। ভগবান শনি দেবের বীজ মন্ত্র কখন পাঠ করবেন তা সব কিছু জেনে নিন।

ভগবান শনি দেব হলো সূর্যের পুত্র যার কৃপাতে মানুষ গরিব থেকে ধনী হয়ে যায় আবার ভগবান শনিদেবের দৃষ্টি যদি পড়ে যায় তাহলে যতই ধনী ব্যক্তি হোক না কেন সে সর্বহারা হয়ে যায়।। ভগবান শনিদেব অন্যায়কে প্রশ্রয় দেয় না উনি সৎ বিচার করেন সবাইকে অন্যায়ের হাত থেকে বাঁচাতে চান।

যদি কোন ব্যক্তি ভুল রাস্তা বেছে নিয়ে অন্যায় কাজ করতে থাকে তাহলে ভগবান শনিদেব তাকে উচিত শিক্ষা দিয়ে থাকেন। ভগবান শনিদেব ভক্তদের ওপর কৃপাও করেন যদি কোন ভক্ত ভগবান শনিদেবের পূজা আরাধনা করতে থাকেন তাহলে জীবনের যত বাধা আছে সব দূর হয়ে যাবে।

ভগবান শনিদেবের (Shani Dev) কৃপা দৃষ্টি সবসময় নিজের ভক্তর উপরে রেখে থাকেন। যেসব ভক্তরা ভগবান শনিদেবের বীজ মন্ত্র পাওয়ার জন্য বহুদিন ধরে অপেক্ষা করে আছেন আজ তাদের জন্য কামসুত্র অনলাইন নিয়ে এসেছে বীজ মন্ত্র। ভগবান শনি দেবের বীজ মন্ত্র কখন পাঠ করবেন তা সব কিছু জেনে নিন।(Spiritual)

শনির দোষ কাটাতে: “ওম ত্রয়ম্বকম ইজামাহে সুগন্ধম পুষ্টি-বার্ধানাম উর্বারুকা মিভা বন্ধনাম মৃত্যুর মুকশো মামরাত…”, এই মন্ত্রটি প্রতি শনিবার ১০৮ বার পাঠ করলে শনির দোষ কেটে যেতে সময় লাগে না। ফলে দীর্ঘ সাত বছর শনি দেবের প্রকোপ সহ্য় করতে আর হয় না।

বীজ মন্ত্র  (Shani Beej mantar)

ওঁ ঐং হ্রীং শ্রীং শনৈশ্চরায়ঃ নম

প্রত্যেক শনিবারের দিন সকালে স্নান করে শরীর শুদ্ধ করে ভগবান শনি দেবের মন্দিরে যাবেন। তারপরে ভগবান শনি দেবের পূজার সময় এই মন্ত্রটা ১০৮ বার জপ করবেন এই মন্ত্রটি এত শক্তি আছে যে আপনি খুব সহজেই ভগবান শনি দেবকে খুশি করতে পারবেন।

আপনি প্রত্যেকদিন সকালে উঠে এই মন্ত্রটা পাঠ করে ভগবান শনিদেব কে ধ্যান করতে পারেন। প্রিয় বন্ধুরা যদি আপনি এই মন্ত্র পাঠ করে ধ্যান করতে পারেন তাহলে ভগবান শনিদেব  আপনার উপরে খুবই তাড়াতাড়ি কৃপা করবেন।

-(Shani Gayatri mantra)

ওঁ সৌরাষ্ট্রং কাশ্যপং শুদ্রং

সুয্যাস্যং চতুরঙ্গলম। কৃষ্ণং কৃষ্ণাম্বরং

গৃধ্র- গতং সৌরিং চতুর্ভুজম। তদ্ব দ্বা

বর – শুলং ধনু হস্তং সমাহ্বয়েৎ।

যমাধিদৈবতং প্রজা – পতিপ্রতধি

দৈবতম নমঃ নমঃ।।১

 

ভক্তি আর শ্রদ্ধা রেখে ভগবান শনিদেব কে প্রণাম করার জন্য এই মন্ত্রটা জপ করবেন।

 

শনি দেবতার প্রনাম (Shani Pranam Mantra)

——————————–

ওঁ নীলাজ্ঞনচয়প্রখ্যং রবিসুনুং মহাগ্রহম্।

ছায়ায়া গভ‘সস্ততং বন্দে ভক্ত্যা শনৈশ্চরম্ নমঃ

 

শনি দেব এর গায়ত্রী পাঠ করলে ভগবান শনিদেব আপনার উপরে খুব তাড়াতাড়ি খুশি হবেন এই মন্ত্র পাঠ আপনি সকাল-সন্ধ্যা করে মনোকামনা পূর্ণ করতে পারেন।

ওঁ কৃষ্ণাঙ্গায় বিদ্মহে রবিপুত্রায় ধীমহি তন্নঃ সৌরী প্রচোদয়াৎ

প্রিয় বন্ধুরা যদি কোন ব্যক্তি নিজের কর্মের কারণে কিছু  ভুল করে থাকেন তাহলে এই মন্ত্রটি জপ করে ভগবান শনি দেবের কাছে ক্ষমা প্রার্থনা চাইতে পারেন আশা করছি আপনাকে ভগবান শনিদেব ক্ষমা করে দেবেন আর উনার কৃপাদৃষ্টি আপনার উপরে  থাকবে।

 

-ক্ষমা প্রার্থনা-

 

নমো যদক্ষরং মাত্রাহীনঞ্চ যদ্ ভবেৎ।

পূর্ণং ভবতু ত্বং সর্বং ত্বং প্রসাদাৎ জনার্দ্দন ।।

মন্ত্রহীনং ক্রিয়াহীনং ভক্তিহীনং জনার্দ্দন।

যৎ পূজিতং ময়াদেব পরিপূর্ণং তদস্তুমে।।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *