জ্যোতিষ নিয়ে আমরা যারা একটু চর্চা করি, তারা সকলেই ‘পঞ্চক’ শব্দটির সঙ্গে পরিচিত। জ্যোতিষ গণনায় পঞ্চক হলো –
পাঁচটি নক্ষত্র মিলে একসঙ্গে হয়। ধনিষ্ঠ, পূর্বভাদ্রপদ নক্ষত্র, শতভিষা নক্ষত্র, উত্তরভাদ্রপদ, রেবতী নক্ষত্র। শুরু হয়ে গেছে ‘পঞ্চক’। পঞ্চক শুরু হচ্ছে সেপ্টেম্বর মাসের ১৬ তারিখ সোমবার ভোর ৫ টা ৪৬ মিনিট থেকে। চলবে ১৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ৮ টা ০৪ মিনিট পর্যন্ত। এই ১৬ থেকে ১৯ তারিখ পর্যন্ত কোনও শুভ কাজ করবেন না। এতে কিন্তু শুভ ফল পাবেন না। জ্যোতিষ বলছেন-
১) জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে, পঞ্চকের সময় ঘাস, কাঠ ইত্যাদি জিনিস পোড়াবেন না, কাটবেনও না। না হলে আগুন লেগে যাওয়ার সম্ভাবনা থাকে।
২) পঞ্চকের সময় দক্ষিণ দিকে ভ্রমণে না যাওয়াই ভালো। এটি যম ও পূর্বপুরুষদের দিক বলে মনে করা হয়।
৩) জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে, পঞ্চকের সময় ভুলেও ছাদ তৈরি করবেন না। এতে আপনার বাড়িতে অর্থক্ষতি হতে পারে ও ঝামেলা লাগতে পারে।
৪) পঞ্চকের সময় বিছানা করা উচিত নয় অর্থাৎ তোষক, বালিশ ইত্যাদি তৈরি করবেন না।
৫) জ্যোতিষ বিশেষজ্ঞরা বলছেন, এই পঞ্চকের সময় কোনও ব্যক্তির মৃত্যু হলে মৃতদের সঙ্গে ময়দা বা কুশ দিন। সেই সঙ্গে ময়দা বা কুশ দিয়ে পাঁচটি ছোট ছোট পুতুল তৈরি করে তার পাশে রেখে দিন। এতে কিন্তু তিনি পঞ্চক দোষ পাবেন না।
৬) সময় বিয়ের পাকা কথাও বলতে যাবেন না। এই কাজ একদমই অশুভ বলে মনে করা হয়।