সপ্তমীর সন্ধ্যায় চন্দননগরের মধ্যাঞ্চল সার্বজনীন জগদ্ধাত্রী পুজো সমিতির পুজোর সমস্ত আলো নিভে যায়। প্রতিমার সামনে জ্বালানো হয় কয়েকটা মোমবাতি। প্রথমে কিছু বোঝা যায় নি। কেউ কেউ ভেবেছিলেন লোডশেডিং। কিন্তু না পরে জানা গেলো এটা প্রশাসনের বিরুদ্ধে তাদের প্রতিবাদ। চন্দননগর স্টেশন রোডের উপর বড় বড় আলোর তোরণ ও পাশের একটি পুকুরে লেজার শো এর আয়োজন করে পুজোর উদ্যোক্তারা। সেই আলোই মূলত নিভিয়ে দেওয়া হয়েছিল। প্রায় তিন ঘণ্টারও বেশি বন্ধ ছিল আলো। আলো যে বন্ধ করা হয়েছে তা আবার একেবারে মাইকে প্রচারে করে জানায় পুজো কমিটির লোকজন।
তারপরেই পুজো কমিটির পক্ষ থেকে মাইকে ঘোষণা করা হয় যে প্রতিবাদ স্বরূপ তারা আলো নিভিয়েছে। পুজো কমিটির পক্ষ থেকে বলা হয়, বিগত তিন বছর ধরে আমরা এই লেজার্সের আয়োজন করে আসছি। প্রশাসনের তরফ থেকে এর আগেও এর ইন্সপেকশন করে যাওয়া হয়েছিল। পঞ্চমীর দিন লোকজন এসেছিল। কিন্তু, এখন আচমকা চন্দননগর থানা বলে লেজার শো বন্ধ রাখতে হবে। তাঁর দাবি, প্রতিমার পাশাপাশি তাঁদের লেজার শো দেখতে বহু মানুষ ভিড় করেন। আজ পর্যন্ত এই শোয়ের জন্য কোনও বিশৃঙ্খলা ঘটেনি। তীব্র ক্ষোভের সঙ্গে তাদের বলতে শোনা যায় -“প্রশাসনের এই তুঘলকি সিদ্ধান্তের বিরুদ্ধেই আমাদের এই প্রতিবাদ। আমরা যদি লেজার শো না চালাতে পারি, তাহলে রাস্তার কোনও আলোই আমরা জ্বালাব না।”