www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

March 27, 2025 1:24 pm

৯০ দিন চলে গেল! নীরব সিবিআই, নীরব বিচার ব্যবস্থা। জুনিয়র ডাক্তার সহ নাগরিক মহল ক্ষুন্ন সিবিআইয়ের এই ধীর গতিতে।

৯০ দিন চলে গেল! নীরব সিবিআই, নীরব বিচার ব্যবস্থা। জুনিয়র ডাক্তার সহ নাগরিক মহল ক্ষুন্ন সিবিআইয়ের এই ধীর গতিতে। এই অবস্থায় ফের একবার পথে নামছেন জুনিয়র চিকিৎসকরা (Doctor Protest)। আজ শনিবার কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিলের ডাক দেওয়া হয়েছে। যেখানে নাগরিক সমাজকেও আহ্বান জানানো হয়েছে। থাকতে পারে অভয়ার মা-বাবাও। পাশাপাশি মেডিক্যাল কলেজ এবং অন্যান্য রক্তদান শিবির সহ একাধিক কর্মসুচির ডাক দেওয়া হয়েছে। এছাড়াও চিকিৎসকদের তরফে ‘দ্রোহের গ্যালারি’ করা হবে। যেখানে বিভিন্ন ছবি, পোস্টার প্রদর্শিত হবে। সব মিলিয়ে আবার প্রতিবাদের পথে দ্রোহের মিছিল।

জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে জানানো হয়েছে, যতদিন না তিলোত্তমা বিচার পাচ্ছে ততদিন তারা পথে প্রতিবাদ জানিয়ে যাবে। প্রসঙ্গত ৯ অগাস্ট আরজি করের সেমিনার হল থেকে রক্তাত্ব অবস্থায় অভয়ার দেহ উদ্ধার হয়। অভিযোগ ওঠে ধর্ষণের। যদিও অস্বাভাবিক মৃত্যু বলে প্রথম অভিযোগ দায়ের করে পুলিশ। যা নিয়ে কম বিতর্ক হয়নি। যদিও এই ঘটনা যে ধর্ষণ করেই খুন তা পরে আরও স্পষ্ট হয়। খোদ কর্তব্যরত অবস্থায় এক চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় উত্তাল হয়ে ওঠে বাংলা। আজ ৯ নভেম্বর। কিন্তু তদন্ত এগোয় নি সেভাবে। তাই চলবে প্রতিবাদ।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *