একটা ছোট্টো বাড়ির আশা সকলের থাকে। শান্তিতে নিজের বাড়িতে থাকতে চান সকলেই। কিন্তু নিজের বাড়িতে ঢুকেও অনেকে শান্তি পান না। কারণ তাদের থেকে যায় কিছু বাস্তুদোষ। তাই বাস্তুদোষ যাতে না থাকে সেই দিকে লক্ষ রেখে মেনে চলুন জ্যোতিষের কিছু পরামর্শ।
১) আপনি যদি বাড়ি কেনার কথা ভাবেন বা বারবার বাড়ি বা জমি কেনার কথা ভেবেও নানান সমস্যার সম্মুখীন হন, তাহলে প্রথমেই সেই সমস্যা থেকে বের হতে ভগবান বিষ্ণুর পুজো করুন । ভগবান বিষ্ণুর নাম জপ করুন। তাহলে দ্রুতই আপনি বাড়ি বা জমি কিনতে পারবেন। যে জমি আপনি কিনবেন সেখানে প্রথমে বিষ্ণু দেবের পুজো করবেন।
২) যখন আপনি জমি কিনবেন তখন সেই জমি যেন সবুজে ঘেরা থাকে অর্থাৎ আপনি চারিধারে গাছপালা লাগাতে পারবেন। তবেই সেই জমি কিনবেন। বাড়িতে গাছপালা থাকা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই জমিতে আপনি যদি বাড়ি করেন তাহলে আপনার আর্থিক দিকে লাভ হবে।
৩) যে জমিতে প্রচুর ইঁদুর থাকে, সেই জমি একদমই কিনবেন না। এইঅনুর্বর জমিতে বাস করলে আপনার সম্পদ কখনই বাড়বে না। এমনকি আপনি যদি কোন চাষও করেন, সেই চাষেও ভালো ফসল ফলবে না।
৪) জমি কেনার পরেও যদি কখনও দেখেন সেখানে বাড়ি করার আগে কোথাও ইঁদুর গর্ত করেছে। আগেই সেই গর্ত বোজাবেন। তবেই কিন্তু আপনারা সেই জায়গায় বাড়ির ভিত করা শুরু করবেন। না হলে কিন্তু আপনার বাড়িতে কখনোই কোনও কাজে সফলতা আসবে না।
৫) ভাগাড়ের পাশে কোনো জমি কিনবেন না। এতে যেমন পরিবেশ দূষিত হবে তেমনই লক্ষ্মী আপনার বাড়িতে বেশি সময় থাকবে না।