শৈলেন সরকার : আসানসোল পুরসভার ডেপুটি মেয়র কে হবেন তা নিয়ে শহর জুড়ে জল্পনা তুঙ্গে। যদিও পুরসুত্র থেকে বলা হচ্ছে, সব ঠিক থাকলে দু-একদিনের মধ্যেই আসানসোল পুরসভার ডেপুটি মেয়র পদ কে পাচ্ছেন সেটা নবান্ন ঘোষণা করতে চলেছে। দফায় দফায় বৈঠকের পর নাম কার্যত চূড়ান্ত। আসানসোল পুরনিগমের নির্বাচনে তৃণমূলের জয়জয়কার হয়। নিজের বিধানসভা কেন্দ্রে পরাজিত বিধান উপাধ্যায়কেই মেয়র পদে নির্বাচিত করা হয়। পাশাপাশি ডেপুটি মেয়র পদে জোড়া প্রার্থী অভিজিৎ ঘটক ও ওয়াসিমুল হককে দায়িত্ব দেওয়া hoy।
কিন্তু রাজ্যপালের কাছে তা অনুমতির জন্য এই নিয়োগের ফাইল পাঠালেও তিনি তাতে অনুমোদন করেননি। সমস্যা মেটাতে ময়দানে নামেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক। নবান্নতে জোরদার মিটিং-আলোচনা হয় সব পক্ষকে নিয়ে। এবার সেই নাম চূড়ান্ত হয়েছে। এখন আসানসোল পুরসভার ডেপুটি মেয়র কে হবেন তা ঘোষণা সময়ের অপেক্ষা। এ নিয়ে আসানসোল পুরসভার অফিসে কানা কানি ফিসফিস। এ বিষয়ে কেউ আর মুখ খুলতে নারাজ। এখন দেখার কার ভাগ্য ভাল, কার মুকুট উঠবে কার মাথার উপর।