৫ নভেম্বর রাস পুর্নিমা। রাস পুর্নিমা উপলক্ষে রাস উৎসবের আয়োজন করা হয়ে থাকে মুর্শিদাবাদের কান্দিতে। যা শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে জোরকদমে রাস উৎসবের। তবে এবছর মেলায় বাউল গান-সহ অনুষ্ঠান পরিচালনা হবে। বসছে ধীরে ধীরে ছোট ছোট মেলার দোকান। আজ থেকে প্রায় দু’শো বছরের প্রাচীন লালাবাবুর আমল থেকে এই কান্দি রাজ পরিবারের রাস উৎসবের সূচনা করা হয়েছিল। মুর্শিদাবাদ জেলার কান্দি রাধাবল্লভ জিউর মন্দিরের রাসযাত্রার একটা আলাদা গুরুত্ব রয়েছে । চিরা চরিত প্রথা অনুযায়ী এই রাস উৎসব মেতে ওঠেন কান্দিবাসী।
শুধু কান্দি থেকে নয় পাশের বিভিন্ন এলাকা থেকেও বহু মানুষ আসেন এখানে পুজো দিতে ও রাস্তায় উৎসব দেখতে। আগামী পনেরো দিন ধরে চিরা চরিত প্রথা অনুযায়ী চলবে এই রাস উৎসব, রাস উৎসব উপলক্ষে বসেছে বিশাল মেলা। এখন শেষ মুহূর্তের বিভিন্ন পুতুল সাজিয়ে তোলা হচ্ছে। সাজানো হচ্ছে রাস মঞ্চ। তৈরি করা হচ্ছে ছোট ছোট প্রতিমা। রঙের ছোঁয়া দেওয়া হচ্ছে সেই সমস্ত প্রতিমাতেও। জানা যায়, কান্দি রাজবাড়ির কুলদেবতা রাধাবল্লভের মন্দির।
