বুধ (Mercury) হলেন বুদ্ধি ও স্পষ্ট কথার কারক গ্রহ। নবগ্রহে (Nabagraha) বুধের ভূমিকা তাই অসীম। বিশেষ করে যাঁরা পড়াশুনা করছেন তাঁদের বুধ সবল থাকা প্রয়োজন। নতুবা পড়লেও ভুলে যাওয়া, ভুল সিদ্ধান্তের মতো সমস্যা লেগেই থাকবে।
নবগ্রহের মধ্যে বুধকে রাজকুমার গ্রহ বলা হয়ে থাকে। আমাদের বুদ্ধি ও বাণীর কারক হলেন বুধ।ব্যবসা সংক্রান্ত বিষয়াদিও বুধের অধীনে থাকে। শিশুদের কথা বলার সমস্যা থাকলে সেটা বুধের কারণে হয়ে থাকে বলে মনে করা হয় জ্যোতিষশাস্ত্রে (astrology)। আজকে আমরা জেনে নেব খুব সহজ উপায়ে বুধকে কীভাবে প্রসন্ন করা যায়।
কিছু টোটকা বা উপায় যা কুন্ডলীতে বুধ গ্রহের অবস্থান মজবুত করবে।
- বুধের রং সবুজ তাই বুধবার দিন সবুজ বস্ত্র ও সবুজ রুমাল ব্যবহার করা উচিত।
- বুধবার দিন পাখিদের কাঁচা সবুজ মুগ ডাল খেতে দেওয়া উচিত।
- বুধবার দিন গরুকে সবুজ ঘাসের চারা দেওয়া উচিত।
- বুধের বীজ মন্ত্র জপও এক্ষেত্রে লাভের হতে পারে।
- একটা সাদা খাতায় প্রত্যহ যদি কেউ লাল কালি দিয়ে১০৮ বার রাম নাম লেখেন, তা বুধের সমস্যা কমানোর জন্য খুবই কার্যকরী উপায়।
- বুধ চল্লিশা পাঠও এক্ষেত্রে কার্যকরী।
সর্বাধিক লাভকারী এবং শ্রেষ্ঠ উপায় হচ্ছে প্রত্যহ বিষ্ণু সহস্রানাম পাঠ। এই পাঠ শুধু বুধ গ্রহের জন্য নয়, সমস্ত নবগ্রহের জন্যই এই পাঠ বিশেষ লাভকারী।