www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

March 27, 2025 11:53 am

তথাকথিত সভ্য মানুষ সভ্যতার দোহাই দিয়ে কেটে চলেছে গাছ। এমন কি তাদের হাত থেকে রক্ষা পাচ্ছে না ম্যানগ্রোভ আরণ্য পর্যন্ত। কিন্তু মানুষ জানেনা এই ম্যানগ্রোভ আরণ্য বার বার করে রক্ষা করেছে মানুষকে।

তথাকথিত সভ্য মানুষ সভ্যতার দোহাই দিয়ে কেটে চলেছে গাছ। এমন কি তাদের হাত থেকে রক্ষা পাচ্ছে না ম্যানগ্রোভ আরণ্য পর্যন্ত। কিন্তু মানুষ জানেনা এই ম্যানগ্রোভ আরণ্য বার বার করে রক্ষা করেছে মানুষকে। এবার ‘দানা’ বিধ্বংসি হয়ে উঠতে পারলো না ওড়িশার ম্যানগ্রোভ আরণ্যের জন্য। সাইক্লোন ‘দানা’র প্রভাব নিয়ে তৈরি হয়েছিল সেই একই আতঙ্ক। আবারও কি ভেসে যাবে ঘর! তবে বৃহস্পতিবার রাত পেরিয়ে সকাল হওয়ার পর দেখা গেল, আশঙ্কা ততটাও সত্যি হয়নি। প্রাণহানির কোনও খবর সামনে আসেনি। ওড়িশা, যেখানে ঝড়ের ল্যান্ডফল হয়েছে, সেখানেও স্বাভাবিক ছন্দে ফিরছে জনজীবন। এর কারণ একথায় – ম্যানগ্রোভ আরণ্য।

বাংলা ও ওড়িশার বিস্তীর্ণ উপকূল অঞ্চলে আছে ম্যানগ্রোভ আরণ্য। বিশেষ করে
সুন্দরবনের মতো ভিতরকণিকাতেও রয়েছে ম্যানগ্রোভ অরণ্য। ঝড়ের আগেই আশঙ্কা তৈরি হয়েছিল যে, সেই অরণ্যে কোনও প্রভাব পড়বে না তো? ওড়িশার মন্ত্রী সূর্যবংশী সূরজ জানিয়েছেন, ম্যানগ্রোভের জন্যই জনবসতিতে তেমন কোনও ক্ষতি হয়নি। ধামরার উল্টোদিকের ৯টি দ্বীপ মূলত ম্যানগ্রোভ অরণ্যে ভরা। সেই ম্যানগ্রোভ ফরেস্টই কার্যত বাঁচিয়ে দিয়েছে উপকূলের জনবসতিকে। শুধু এবার নয়, আগেও ঘটেছে এমন ঘটনা।
ওড়িশার ক্রীড়ামন্ত্রী জানান,”ভিতরকণিকা থেকে ১৫ কিলোমিটার দূরে যেখানে ল্যান্ডফল হয়েছে সেখানে মানুষের বসবাস নেই। সেখানে আছে ম্যানগ্রোভ অরণ্য। সেই জঙ্গলই হাওয়ার গতি কম করে দিয়েছে।” তাই এর থেকে শিক্ষা নিয়ে আমরা আবার নতুন করে আরণ্য সংরক্ষণে ঝাঁপিয়ে পরি।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *