www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

March 27, 2025 1:10 pm

কথায় বলে, 'কারোর পৌষমাস তো কারোর সর্বনাশ।' অনেকটা তেমন সর্বনাশ ঘটে গেলো ভদ্রেশ্বর লিচুবাগানের এক পরিবারের সঙ্গে।

কথায় বলে, ‘কারোর পৌষমাস তো কারোর সর্বনাশ।’ অনেকটা তেমন সর্বনাশ ঘটে গেলো ভদ্রেশ্বর লিচুবাগানের এক পরিবারের সঙ্গে। ভদ্রেশ্বরের সঙ্গীতা কবিরাজ সপরিবারে মহাকুম্ভ থেকে পুণ্যস্নান করে বাড়ি ফিরে দেখেন তালা ভেঙে চুরি হয়েছে বাড়িতে। টাকাপয়সা, গয়নাগাটির পাশাপাশি সাধের ফেসওয়াশ নিয়েও চম্পট দিয়ে ‘ছ্যাঁচড়া’ চোর। তাকে হাতের কাছে পেলে নাকি পিটিয়ে জিজ্ঞেস করতেন, ‘এভাবে কেউ চুরি করে?’ভদ্রেশ্বর লিচুবাগানের বাসিন্দা সঙ্গীতা কবিরাজের স্বামী রাহুল, শ্বশুর শ্যামাপ্রসাদ-সহ পরিচিত আরও কয়েকজনের সঙ্গে দুটি গাড়ি করে প্রয়াগরাজ গিয়েছিলেন। গত ২৫ জানুয়ারি মহাকুম্ভে পুণ্যস্নান করেন। শনিবার বাড়ি ফিরেছেন। আর বাড়ি ফিরেই হতবাক।

বাড়ি ফিরে দেখেন, সব তালা ভেঙে তিনটি আলমারি খুলে চোর নিয়ে গিয়েছে দুটি দামি হাতঘড়ি, একটি সোনার মঙ্গলসূত্র, মুক্তোর হার, একটি গিম্বেল, দামি ক্যামেরা-সহ নগদ বেশকিছু টাকা। এখানেই থামেনি সেই চোর। সঙ্গীতার সাধের ফেসওয়াশ নিয়েও পিঠটান দিয়েছে সে। আর তাতেই প্রবল রেগে গেছেন সংগীতা। এই প্রসঙ্গে সঙ্গীতা বলেন, “পরিবার পরিজনের সঙ্গে ২৫ তারিখ মহাকুম্ভে গিয়েছিলাম। আজ বাড়ি ফিরে দেখি তালা ভেঙে চুরি হয়েছে। আমার একটি ফেসওয়াশ নিয়ে গিয়েছে চোর। আমি চাইব আমার চুরি যাওয়া জিনিস ফেরত পাই। আর চোরকে পুলিশ ধরলে তাকে পেটাতে চাইব। এই রকম ছ্যাঁচড়ামি করে কেউ চুরি করে!”

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *