শাশ্বতী চ্যাটার্জি: ২০২২-এ মাধ্যমিক পাস করলেন ব্রাত্য বসু! স্থান অর্জন করে নিলেন মেধা তালিকাতেও।
মধ্যশিক্ষা পর্যদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের ঘোষণার পরই জল্পনা শুরু হয়ে যায়। তিনি এক থেকে ১০ নম্বর স্থান পর্যন্ত ১১৪ জনের নাম প্রকাশ করেন। সেই তালিকায় জ্বলজ্বল করছে ব্রাত্য বসুর নাম। জল্পনা শুরু হয় ওই নাম নিয়েই।
ওই নাম যে আর কারও নয়, রাজ্যের খোদ শিক্ষামন্ত্রীর! ব্রাত্য বসু ২০২২-এ মাধ্যমিক পাস করলেন। আবার স্থান করে নিলেন মেধা তালিকাতেও। এই নাম ঘোষণার সময় একটু হেসেও ফেলেন পর্যদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। শুরু হয়ে যায় ফিসফাস। তবে কি ভুল করে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর নাম মেধা তালিকায় ঢুকে পড়েছে!
ভুল ভাঙল অচিরেই।
জানা গেল, কোনও ভুল নয়। এই ব্রাত্য বসু আমাদের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু নন। এই ব্রাত্য বসু আসলে এবারের মাধ্যমিক পরীক্ষার্থী। বাঁকুড়া বিষ্ণুপুর হাইস্কুলের ছাত্র। এবার ৬৮৬ নম্বর পেয়ে অষ্টম স্থান অধিকারী করেছে ব্রাত্য। আমাদের শিক্ষামন্ত্রী নামেই তার নাম এবং পদবিও একই। ফলে বিভ্রান্তি তৈরি হয়েছিল সামান্য।
তবে বিভ্রান্তি বলা ভুল, খানিক রসিকতা লুকিয়ে ছিল মাধ্যমিকের ফল ঘোষণায়। পর্ষদ সভাপতি মুচকি হেসে রসিকতা করেন।