www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

March 22, 2025 7:54 am

মা সারদা ছিলেন সাক্ষাৎ জগৎ-জননী। সাধক রামকৃষ্ণের সহ-ধৰ্মীনি মা সারদা ছিলেন সকলের মা। সবাইকে সন্তানরূপে দেখার অসাধারণ ক্ষমতা ছিল সারদা মায়ের।

মা সারদা ছিলেন সাক্ষাৎ জগৎ-জননী। সাধক রামকৃষ্ণের সহ-ধৰ্মীনি মা সারদা ছিলেন সকলের মা। সবাইকে সন্তানরূপে দেখার অসাধারণ ক্ষমতা ছিল সারদা মায়ের। সমাজ যাকে দূরে ঠেলে দিত, তাঁকেও আপন করে কাছে টেনে নিতে পারতেন তিনি। তিনি বলেন, ‘আমি সতেরও মা, অসতরেও মা। আমি সত্যিকারের মা; গুরুপত্নী নয়, পাতানো মা নয়, কথার কথা মা নয় – সত্য জননী।’ তাঁর কয়েকটি বাণী মানুষের মনে চির শান্তি এনে দেয়। যখন সমস্ত পৃথিবী হিংসার আগুনের জ্বলছে, তখন মা সরদার এই কথাগুলো খুবই প্রাসঙ্গিক।

১) যদি শান্তি চাও মা, কারও দোষ দেখো না। দোষ দেখবে নিজের। জগৎকে আপনার করে নিতে শেখ। কেউ পর নয়, মা জগৎ তোমার।

২) কত সৌভাগ্য, মা এই জন্ম, খুব করে ভগবানকে ডেকে যাও। খাটতে হয়, না-খাটলে কি কিছু হয়? সংসারে কাজকর্মের মধ্যেও একটি সময় করে নিতে হয়।

৩) কাজ করা চাই বইকি, কর্ম করতে করতে কর্মের বন্ধন কেটে যায়, তবে নিষ্কাম ভাব আসে। একদণ্ডও কাজ ছেড়ে থাকা উচিত নয়।

৪) একশো জনকে খাওয়াতে হবে না, কিন্তু চোখের সামনে একজন ক্ষুধার্তকে দেখলে তাঁকে একটু খেতে দিও।

৫) যেমন ফুল নাড়তে নাড়তে ঘ্রাণ বের হয়, চন্দন ঘষতে ঘষতে সুগদ্ধ বের হয়, তেমনই ভগবত্‍ তত্ত্বের আলোচনা করতে করতে তত্ত্বজ্ঞানের উদয় হয়।

৬) মনটাকে বসিয়ে আলগা না দিয়ে কাজ করা ঢের ভাল। মন আলগা হলেই যত গোল বাধায়।

৭) দয়া যার শরীরে নাই, সে কি মানুষ? সে তো পশু। আমি কখনও কখনও দয়ায় আত্মহারা হয়ে যাই, ভুলে যাই যে আমি কে।

৮) কর্মফল ভুগতে হবেই। তবে ঈশ্বরের নাম করলে যেখানে ফাল সেঁধুত, সেখানে সুঁচ ফুটবে। জপ তপ করলে কর্ম অনেকটা খণ্ডণ হয়।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *