www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

March 22, 2025 7:58 am

বিয়ের মরসুম চলেছে। চলেছে নানা ঘটনার ঘনঘটা। এবার সামনে আসলো এক আশ্চর্য ঘটনা।

বিয়ের মরসুম চলেছে। চলেছে নানা ঘটনার ঘনঘটা। এবার সামনে আসলো এক আশ্চর্য ঘটনা। বিয়ের পিঁড়িতে বসে পুরোহিতের উপর ‘ক্রাশ’ খেলেন হবু বধূ! বরের দিকে নজর নেই তাঁর। একনজরে তাকিয়ে থাকলেন অল্প বয়সি পুরোহিতের দিকে। যেন পলকই পড়ছে না তাঁর। বিষয়টি বুঝতে পেরে লজ্জায় মাথা হেট হয়ে যায় পুরোহিতেরও। বিয়ে দিতে এসেছেন অল্প বয়সি সুদর্শন যুবক। সংস্কৃত উচ্চারণে চলছে মন্ত্রপাঠ। উলটো দিকে বসে রয়েছেন হবু বর ও বধূ। কিন্তু হঠাৎ দেখা গেল পুরোহিতের দিকে তাকিয়ে রয়েছেন হবু বধূ। তাঁর পাশে যে সারা জীবনের সঙ্গী বসে রয়েছেন তা যেন ভুলেই গিয়েছেন যুবতী। এই কাণ্ড দেখে হতবাক সকলে। ইতস্তত বোধ করতে থাকেন হবু বরও।

এদিকে পুরোহিত তো লজ্জায় লাল। এই ভিডিওটি দেখার পর অনেকেই মনে করছেন বিষয়টি সাজানো ঘটনা। ভাইরাল হওয়ার জন্য এই রকম করা হয়েছে। ভিডিওটির তলায় এক নেটনাগরিক মন্তব্য করেছেন, ‘ইচ্ছা করেই এমনটা করা হয়েছে।’ কেউ একধাপ এগিয়ে মন্তব্য করেছেন, হবু বরে থেকে পুরোহিতকে ভালো দেখতে।”

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *