‘আনমোল’ নামটাই একটা ত্রাস! তাঁর অপরাধের শেষ নেই। সেই আনমোল গোপনে গা ঢাকা দিয়েছিলো আমেরিকায়। কিন্তু শেষ পর্যন্ত সে গ্রেফতার হয়। এনসিপি নেতা বাবা সিদ্দিকি খুনের অন্যতম মাস্টারমাইন্ড ছিল লরেন্স বিষ্ণোইর ভাই আনমোল। ভারতের তদন্তকারীদের নিশানায় থাকা ডাকসাইটে এই অপরাধী গ্রেপ্তার হয়েছেন আমেরিকায়। সম্প্রতি এমনটাই জানা গিয়েছে গোয়েন্দা সূত্রে। ভারতের মাটিতে অসংখ্য অপরাধে অভিযুক্ত এই আনমোলকে প্রত্যর্পণের জন্য আগেই আবেদন জানানো হয়েছিল ভারতের তরফে। গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, ভারতের মাটিতে একাধিক হাইপ্রোফাইল খুনের মামলায় অভিযুক্ত আনমোল। মহারাষ্ট্রের এনসিপি নেতা, অভিনেতা সলমন খান ঘনিষ্ঠ বাবা সিদ্দিকি হত্যাকাণ্ডে সন্দেহভাজন অভিযুক্ত এই ব্যক্তি গা ঢাকা দিয়ে ছিল আমেরিকাতে। জানা গিয়েছে, সম্প্রতি ক্যালিফোর্নিয়াতে তাঁকে গ্রেপ্তার করে মার্কিন পুলিশ। ভারত সঙ্গে সঙ্গে তাকে দেশে ফেরানোর জন্য দাবি তোলে।
এই মুহূর্তে হয়তো আনমোলকে ভারতে আনা যাবে না। জানা যাচ্ছে, খলিস্তানি জঙ্গি নিজ্জর খুনে যোগ রয়েছে আনমোলের। যার জেরে প্রথমে কানাডাতে প্রত্যার্পণ করা হবে তাঁকে। তার পর এই গ্যাংস্টারকে হাতে পেতে পারে ভারত। জানা গিয়েছে, গত বছরই ভুয়ো পাসপোর্ট নিয়ে ভারত ছেড়ে আমেরিকায় পালিয়েছিল আনমোল। বাবা সিদ্দিকি খুনের পাশাপাশি সলমন খানের বাড়িতে গুলি চালানো, ২০২২ সালে পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালা খুনেও অভিযুক্ত সে। আনমোলের বিরুদ্ধে দুটি মামলার তদন্ত করছে এনআইএ পাশাপাশি আরও ১৮টি মামলায় নাম রয়েছে তাঁর। জাতীয় নিরাপত্তা এজেন্সির সন্ত্রাস দমন বিভাগ আনমোলকে ধরিয়ে দিতে পারলে ১০ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছে গত মাসেই। এহেন আনমোল গ্রেফতার হওয়ায় অনেকেই স্বস্তির নিঃশ্বাস ফেলেছে।