www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

December 26, 2025 1:49 am

একটা বিশাল আকারের পাইথনের মুখ থেকে প্রাণ ফিরে পেলো একজন মাতাল ট্রাক ড্রাইভার। এমন ভিডিও ভাইরাল হওয়ায় স্তম্ভত নাগরিক মহল।

একটা বিশাল আকারের পাইথনের মুখ থেকে প্রাণ ফিরে পেলো একজন মাতাল ট্রাক ড্রাইভার। এমন ভিডিও ভাইরাল হওয়ায় স্তম্ভত নাগরিক মহল। ভিডিওটিতে গ্রামবাসীর চিৎকারও শোনা গিয়েছে। কিন্তু মৃত্যুর দোরগোড়ায় দাঁড়িয়ে থাকা ওই ব্যক্তির কোনও হেলদোল নেই। তিনি একবারও পালিয়ে যাওয়ার চেষ্টাও করেননি। সেই সুযোগ হাঁটু, বুক ছাড়িয়ে গলা অবধি পেঁচিয়ে নিয়েছে সাপটি। না! কোনও ইংরেজি সিনেমার দৃশ্য নয়। দাবি, ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের সিগানাপাল্লে গ্রামে। কিন্তু ওই যে প্রবাদ – ‘রাখে হরি তো মারে কে?’

ওই মাতাল চালক কিছুই বুঝতে পারেন নি। এদিকে সপটি টার খাদ্যকে ভালোভাবে মাপা শুরু করেছে। সাপের কবলে পড়া মানুষটির ভাগ্য ভালো, সেই সময় কয়েকজন গ্রামবাসী বিষয়টি লক্ষ করেন। কিন্তু তাঁকে জাগানোর চেষ্টা করলেও ব্যর্থ হন তাঁরা। পরে লাঠিসোঁটা নিয়ে স্থানীয়রা সাপটিকে তাড়িয়েই দেন। যদিও এর পরও  নাকি জ্ঞান ফেরেনি ওই ট্রাক চালকের! তিনি জানতেই পারলেন না মৃত্যুকে ছুঁয়ে ফিরেছেন। সাপটি চলে যাওয়ার পরও নেশায় বিড়বিড় করতে থাকেন তিনি। এভাবেও প্রাণ ফিরে পাওয়া যায়!!

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *