www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

December 26, 2025 11:48 am

এখন ব্যবসা ভালো চললেও করোনার জেরে অনেকেরেই ব্যবসায় অনেক ক্ষতি হয়ে গিয়েছে। বেশ কিছু বাস্তু টোটকা রয়েছে, যা মেনে চললে ব্যবসায় উন্নতি হতে পারে। মনে করা হয় এই বাস্তু টোটকা মেনে চললে কোনও দিনও ব্যাবসায় অবনতি হবে না, বরং উন্নতি হবে। যার থেকে সাংসারে অর্থকষ্টও মিটতে পারে। এখন ব্যবসা (Business) ভালো চললেও করোনার জেরে অনেকেরেই ব্যবসায় অনেক ক্ষতি হয়ে গিয়েছে। বেশ কিছু বাস্তু টোটকা (Vastu tips) রয়েছে, যা মেনে চললে ব্যবসায় উন্নতি হতে পারে। মনে করা হয় এই বাস্তু টোটকা মেনে চললে কোনও দিনও ব্যাবসায় অবনতি হবে না, বরং উন্নতি হবে। যার থেকে সাংসারে অর্থকষ্টও মিটতে পারে। বাস্তুশাস্ত্র অনুসারে, সব সময় দোকানের পশ্চিম কোণে জিনিসপত্র রাখা ভালো। দোকানের (Shop) পশ্চিম কোণে জিনিস রাখলে ব্যবসায় উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। দোকানে ক্যাশ বাক্স (cash box) কোথায় রাখবেন সেটাও খুব গুরুত্বপূর্ণ, এটি দোকানদারের বসার দিকের উপর নির্ভর করে। যদি দোকানদার উত্তর দিকে মুখ করে বসে থাকেন, তাহলে ক্যাশ বাক্সটি তার ডানদিকে রাখতে হবে। দোকানে ক্যাশ বাক্সটি এমনভাবে রাখতে হবে যাতে উত্তর দিকে খোলে, এই দিকটিকে কুবেরের আশীর্বাদপ্রাপ্ত মনে করা হয়।

sydney night

thepubtheatre

rtp live

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *