মানুষের জীবনে বাড়ি হয়তো একবারই করা সম্ভব হয়। আপনি সেই বাড়ি এমন ভাবে বাস্তু মেনে করুন, যাতে লক্ষ্মী ও সরস্বতী আপনার ঘরে বিরাজ করে। বাস্তু শাস্ত্র বলছে, বাড়ি বানানোর সময় দিক নির্ণয় খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ কোন দিকে কি ঘরবেন।
পূর্ব দিক – বাস্তু বিজ্ঞানে একে সর্বাধিক ইতিবাচক দিক মনে করা হয়। সূর্যোদয়ের দিক হওয়ায় এর অধিপতি ইন্দ্র। সুখ-শান্তি ও সমৃদ্ধির জন্য এই দিকে বাড়ি তৈরি করে থাকলে তা দোষ মুক্ত হওয়া উচিত।
দক্ষিণ দিক – বাড়ির মালিকের শয়নকক্ষ এই দিকে হওয়া উচিত। যম এই দিকের অধিপতি। সমৃদ্ধি ও রোজগারের প্রতীক এই দিক খালি থাকা উচিত নয়। দক্ষিণ দিকে দোষ থাকলে মান-সম্মান, রোজগার, অস্থিরতা ইত্যাদি সমস্যার সৃষ্টি হয়।
আগ্নেয় দিক – অগ্নি এই দিকের অধিপতি। পূর্ব-দক্ষিণ অর্থাৎ আগ্নেয় কোণকে রান্নাঘর নির্মাণের জন্য শ্রেষ্ঠ মনে করা হয়। এই দিকে বাস্তু দোষ থাকলে অর্থাভাব, মানসিক সমস্যা ও অবসাদ পূর্ণ পারিবারিক পরিবেশ দেখা যায়।
নৈঋত্য কোণ – বাড়ি তৈরির সময় দক্ষিণ-পশ্চিম অর্থাৎ নৈঋত্য দিককে ভারী রাখা উচিত। এই দিকে বাস্তুদোষ থাকলে দুর্ঘটনা, রোগ ইত্যাদি দেখা দিতে পারে।
ঈশান দিক – মহাদেব এই দিকের অধিপতি। এই দিকে জল স্থান থাকা শ্রেষ্ঠ। ঈশান দিকে ভুলেও শৌচালয় নির্মাণ করাবেন না।