www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

April 30, 2024 12:29 am
shani

শনিবার কোনও শনি মন্দিরে গিয়ে শনি মহারাজকে নীল ফুল, সরষের তেল, নীল বা কালো কাপড়, ফল, শমী ফুল, কালো তিল ইত্যাদি অর্পণ করুন। এরপরে পিপলাদ মুনিকে স্মরণ করুন, শনির দশা থেকে মুক্তির জন্য তাঁর কাছে প্রার্থনা করতে পারেন। এরপরে পিপলাদ শনি স্তোত্রম পাঠ শুরু করুন। ইচ্ছা করলে পিপল গাছের নিচে বসে পিপল্লাদ শনি স্তোত্রমও পাঠ করতে পারেন। সময় থাকলে রাজা দশরথের লেখা শনি স্তোত্রও পড়তে পারেন।

হিন্দুধর্ম অনুযায়ী, শনিবারে কর্মদাতা শনিদেবের পূজার বিশেষ রীতি রয়েছে। এদিন বড়ঠাকুরকে রীতি মেনে পুজো করা হলে ব্যক্তির জীবন থেকে শনির কাল বা সাড়ে সাতি দশা বা ধাইয়া মুছে যেতে পারে। সাধারণত মানুষ  নিজের কৃতকর্মের ফল লাভ করেন। শনির কুদৃষ্টি থেকে কেউই রেহাই পান না। তবে শনির দৃষ্টি ভোগান্তি এড়াতে অনেক প্রতিকার রয়েছে।

শনির (Shanidev) দুর্ভোগ এড়াতে সবচেয়ে সহজ সমাধান হল পিপলাদ মুনি রচিত শনি স্তোত্রম পাঠ করা।কথিত আছে, শনিদেব পিপ্পলাদ মুনিকে যথেষ্ট সম্মান ও ভয় পেয়ে থাকেন। পৌরাণিক কাহিনি মতে, তপস্যার জন্য শনিদেবকে আকাশ থেকে পৃথিবীতে পতিত করেছিলেন পিপ্পলাদ মুনি। সেই সময় ব্রহ্মাদেব তাকে বর দিয়েছিলেন, যে শনির যন্ত্রণা থেকে রক্ষা পেতে পিপ্পলাদ মুনির আরাধনা করে তার মন্ত্র উচ্চারণ করলে  শনির কষ্ট থেকে রেহাই পাওয়া যাবে।

পিপলাদ শনি স্তোত্রম পাঠের পদ্ধতি

শনিবার কোনও শনি মন্দিরে গিয়ে শনি মহারাজকে নীল ফুল, সরষের তেল, নীল বা কালো কাপড়, ফল, শমী ফুল, কালো তিল ইত্যাদি অর্পণ করুন। এরপরে পিপলাদ মুনিকে স্মরণ করুন, শনির দশা থেকে মুক্তির জন্য তাঁর কাছে প্রার্থনা করতে পারেন। এরপরে পিপলাদ শনি স্তোত্রম পাঠ শুরু করুন। ইচ্ছা করলে পিপল গাছের নিচে বসে পিপল্লাদ শনি স্তোত্রমও পাঠ করতে পারেন। সময় থাকলে রাজা দশরথের লেখা শনি স্তোত্রও পড়তে পারেন।

 শনি স্তোত্রম (shani Sotrom)

নমঃ কৃষ্ণায নীলায শিখিখংডনিভায চ । নমো নীলমধূকায নীলোত্পলনিভায চ ॥ 1 ॥

নমো নির্মাংসদেহায দীর্ঘশ্রুতিজটায চ । নমো বিশালনেত্রায শুষ্কোদর ভযানক ॥ 2 ॥

নমঃ পৌরুষগাত্রায স্থূলরোমায তে নমঃ । নমো নিত্যং ক্ষুধার্তায নিত্যতৃপ্তায তে নমঃ ॥ 3 ॥

নমো ঘোরায রৌদ্রায ভীষণায করালিনে । নমো দীর্ঘায শুষ্কায কালদংষ্ট্র নমোঽস্তু তে ॥ 4 ॥

নমস্তে ঘোররূপায দুর্নিরীক্ষ্যায তে নমঃ । নমস্তে সর্বভক্ষায বলীমুখ নমোঽস্তু তে ॥ 5 ॥

সূর্যপুত্ত্র নমস্তেঽস্তু ভাস্বরোভযদাযিনে । অধোদৃষ্টে নমস্তেঽস্তু সংবর্তক নমোঽস্তু তে ॥ 6 ॥

নমো মংদগতে তুভ্যং নিষ্প্রভায নমোনমঃ । তপসা জ্ঞানদেহায নিত্যযোগরতায চ ॥ 7 ॥

জ্ঞানচক্ষুর্নমস্তেঽস্তু কাশ্যপাত্মজসূনবে । তুষ্টো দদাসি রাজ্যং ত্বং ক্রুদ্ধো হরসি তত্‍ ক্ষণাত্ ॥ 8 ॥

দেবাসুরমনুষ্যাশ্চ সিদ্ধবিদ্যাধরোরগাঃ । ত্বযাবলোকিতাস্সৌরে দৈন্যমাশুব্রজংতিতে ॥ 9 ॥

ব্রহ্মা শক্রোযমশ্চৈব মুনযঃ সপ্ততারকাঃ । রাজ্যভ্রষ্টাঃ পতংতীহ তব দৃষ্ট্যাঽবলোকিতঃ ॥ 10 ॥

ত্বযাঽবলোকিতাস্তেঽপি নাশং যাংতি সমূলতঃ । প্রসাদং কুরু মে সৌরে প্রণত্বাহিত্বমর্থিতঃ ॥ 11 ॥

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *