আর মাত্র কয়েকটা দিন। তার পরেই আমরা স্বাগত জানাবো নতুন বছরকে। নতুন বছরে কীভাবেই বা ঘরে সুখ-শান্তি বজায় থাকবে। তাই এই বিশেষ সময় সকলের কিন্তু অনেক কাজ করে থাকেন। মনে করেন এই কাজগুলি করলে জীবনে সফলতা পাওয়া যায়। সেই সঙ্গে পারিবারিক সুখ বজায় থেকে আর্থিক দিকেও লাভ হয়। যদি আপনিও জীবনে সুখী হতে চান তাহলে নতুন বছরে করুণ এই বিশেষ কাজগুলি।
- বিষ্ণুদেবের ও মা লক্ষ্মীর পুজো করুন – বছরের প্রথম দিনই বাড়িতে বড় করে পুজোর আয়োজন করুন। এতে দেবতাদের বিশেষ কৃপা পাবেন আপনি। অবশ্যই বিষ্ণুদেবের ও মা লক্ষ্মীর পুজো করবেন। এতে দেখবেন আপনার আর্থিকদিকেও কিন্তু খুব লাভ হবে।
- সূর্য দেবতাকে এটি নিবেদন করুন – যদি আপনি ঘরে সুখ-সমৃদ্ধি বজায় রাখতে চান, তাহলে অবশ্যই এই দিন সূর্য দেবতাকে তামার পাত্রে জল নিবেদন করার পাশাপাশি সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়ে দেখান। এতে সূর্য দেবতার বিশেষ কৃপা পাবেন আপনি।
- তুলসী গাছ লাগান
বাড়িতে নতুন বছরে প্রথম দিনে তুলসী গাছ লাগান। এতে আপনার ঘরে সুখ, শান্তি বিরাজ করবে। তুলসী দেবীর কৃপা পাবেন আপনি। এতে জীবনে সফলতা আসবে। ধনসম্পদ বাড়তে থাকবে। তুলসী গাছের কাছে প্রদীপ জ্বালাবেন। - গায়ত্রী মন্ত্র জপ করুন
বিবাহিত জীবনে সুখী হতে চান, তাহলে আপনি অবশ্যই বছরের প্রথমে গায়ত্রী মন্ত্র জপ করুন। নিত্যদিন এটি করা শুভ। এতে আপনার আর্থিকদিকে লাভ হবে। বিবাহিত জীবনে সুখী হবেন।