বিড়লা ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি মিউজিয়াম ও তথ্য সংস্কৃতি দফতরের যৌথ উদ্যোগে ইতিমধ্যে চালু হয়েছে একটি ভ্রাম্যমান প্রদর্শনী বাস। সেই বাসটিকে গড়ে তোলা হয়েছে একটা ছোট গবেষণাগার হিসাবে। গ্রামের ছাত্র-ছাত্রীরা বিজ্ঞান বিষয় নিয়ে পড়াশোনা করতে শহরের তুলনায় কম আগ্রহী। সেজন্য এবার গ্রামের ছাত্র-ছাত্রীদের আরও বেশি বিজ্ঞান বিষয়ে সহজ ও আগ্রহী করে তুলতে এই অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে। সেই গাড়িটিই এদিন উত্তর ২৪ পরগনার বসিরহাটের ধান্যকুড়িয়া হাই স্কুলে। বেশ কয়েকটি স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে আয়োজিত হল বিজ্ঞানকে সহজ ভাবে জানা এবং চেনার জন্য কর্মশালা ও প্রদর্শনী। মূলত গ্রামের ছাত্র-ছাত্রীদের মধ্যে প্রথাগত শিক্ষা ছাড়া প্রযুক্তি নিয়ে পড়াশোনার আগ্রহ খুব একটা দেখা যায় না। ছাত্র-ছাত্রীদের বেশি পরিমাণে ইঞ্জিনিয়ারিং সহ প্রযুক্তিগত শিক্ষায় আগ্রহী এবং বিজ্ঞান মুখে করতে এই উদ্যোগ বলে জানা যায়। ছাত্র ছাত্রীদের মধ্য বিজ্ঞান চেতনা বাড়িয়ে তুলে তাদের বিজ্ঞান মনস্ক করে তোলাই তাদের উদ্দেশ্য।
প্রশ্ন করতে শেখা ও কৌতূহল হলো বিজ্ঞান মনস্কতার প্রধান শর্ত। পড়ুয়াদের মনে এই প্রশ্নের উত্তর জোগাতেই একাধিক মডিউলার সহ বিভিন্ন গেজেটের ব্যবহার দেখা যায়। শুধু বিজ্ঞান প্রদর্শনী নয়, থ্রিডি অ্যানিমেশন সহ বিভিন্ন প্রযুক্তি বিদ্যার সঙ্গে সরল সহজ ভাবে ছাত্র-ছাত্রীদের মনের আলাপ ঘটিয়ে দেওয়াই ছিল এই কর্মশাল মূল উদ্দেশ্য।এই কর্মশালায় যোগ দিতে পেরে ছাত্র-ছাত্রী খুবই খুশি। তাদের দাবি, এমন সহজ উদাহরণ দিয়ে বুঝিয়ে দিতে পাড়ায় তারা খুব সহজেই বিষয়ের গভীরে প্রবেশ করতে পেরেছে।