মুসলিম প্রধান দেশ হিসেবে পরিচিত আরব দেশগুলো। ইসলাম ধর্মের গোড়াপত্তন এবং প্রচারও শুরু হয় আরব দেশগুলো থেকে। তাই, ইসলাম ধর্মের প্রাচীন ও প্রসিদ্ধ বেশিরভাগ স্থাপনাগুলো আরব অঞ্চলে অবস্থিত। মুসলিম প্রধান হলেও আরব দেশগুলোতেও রয়েছে কিছু হিন্দু মন্দির। এর মধ্যে সংযুক্ত আরব আমিরাত (ইউএই), ওমান এবং বাহরাইনে এসব মন্দিরের অবস্থান। প্রতিবেশী দেশ সৌদি আরবে বসবাসকারী ও কর্মরত হিন্দুরা ধর্মাবলম্বীরা বিভিন্ন অনুষ্ঠানের সময় এই মন্দিরগুলোতে পূজা দিতে আসেন।
ওখানে প্রধান হিন্দু মন্দিরগুলো হলো –
১) বাহরাইনের রাজধানী মানামায় অবস্থিত শ্রীনাথজির মন্দির। এই মন্দিরটির বয়স প্রায় ১০০ বছর। সিন্ধি হিন্দু সম্প্রদায় এই মন্দিরটি নির্মাণ করেন।
২) ওমানের রাজধানী মাসকাটে রয়েছে দুটি হিন্দু মন্দির রয়েছে। এর মধ্যে ভগবান শঙ্করের মতিশ্বর মন্দিরটি ওল্ড মাসকাটের মুত্তরা এলাকায় অবস্থিত।
৩) মতিশ্বর মন্দির মধ্যপ্রাচ্যের প্রাচীনতম হিন্দু মন্দিরগুলোর মধ্যে একটি। এই মন্দিরটির দেড়শো বছরেরও বেশি পুরনো। সেখানে বসবাসকারী গুজরাটি সম্প্রদায়ের প্রতি বন্ধুত্বের নিদর্শন হিসেবে ওমানের সুলতান এই মন্দিরটি তৈরি করেছিলেন বলে জানা গেছে।
৪) এদিকে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে নতুন চালু হওয়া মন্দিরটির নাম স্বামী নারায়ণ মন্দির। আবুধাবির আবু মুরেইখাহতে ২৭ একর জমির ওপর তৈরি হয়েছে এই মন্দির। এটির পুরো নাম বোচাসনওয়াসি অক্ষর পুরুষোত্তম স্বামীনারায়ণ সংস্থা মন্দির।