www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

March 29, 2024 10:39 am

রাজ্যের বাজেট অধিবেশনে গিয়ে তাঁকে শাসকদলের মন্ত্রী ও বিধায়কদের হাতে হেনস্তা হতে হয়েছে বলে দাবি করলেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankar)। বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের (Biman Banerjee) সঙ্গে এ বিষয়ে তিনদিনের মধ্যে বৈঠকে বসতে চাইলেন তিনি। মঙ্গলবার বিমানবাবুকে চিঠি পাঠিয়ে এই প্রস্তাব দেন ধনকড়। তৃণমূল এ প্রসঙ্গে কড়া প্রতিক্রিয়া দিয়েছে।

রাজ্যের শাসকদলের এক মুখপাত্র বলেন, “বিধানসভায় অধিবেশনের প্রথমদিন তৃণমূলের (TMC) মহিলা মন্ত্রী ও বিধায়কদের অশ্রাব্য ভাষায় আক্রমণ করেছে বিজেপি। তা ঢাকা দিতে চান রাজ্যপাল। আসলে উনি বিজেপির সঙ্গে চক্রান্ত করে অধিবেশনটাই ভেস্তে দিতে চেয়েছিলেন। ধরা পড়ে গিয়েছেন। নজর ঘোরাতে তাই এখন স্পিকারকে বৈঠকে ডেকে নাটক করছেন।”

সোমবার বিধানসভায় বেনজির পরিস্থিতি তৈরি হয়। বক্তব্য পেশ না করেই বিধানসভা ত্যাগ করতে চেয়েছিলেন রাজ্যপাল। বিরোধী বিজেপি বিধায়করা তাঁর ভাষণ শুরুর আগে থেকে চিৎকার করতে শুরু করেন। রাজ্যপাল চলে যাওয়ার উপক্রম করায় তৃণমূলের মন্ত্রী ও বিধায়করা তাঁকে থাকার অনুরোধ করেন। যাতে অধিবেশন না ভেস্তে যায় তা নিশ্চিত করতে তৃণমূল বিধায়করা প্রায় ঢাল হিসাবে দাঁড়িয়ে যান। এরফলে বক্তব্য পেশ না করে চলে যেতে পারেননি রাজ্যপাল। যদিও স্পিকারকে পাঠানো চিঠিতে শাসকদলের বেশ কয়েকজন মন্ত্রী ও বিধায়কের নাম দিয়ে ধনকড় দাবি করেছেন, তাঁকে নিগ্রহ করা হয়েছে। এমনকী বিধানসভার মার্শাল তাঁর নির্দেশ মানেননি বলেও দাবি করেন রাজ্যপাল।

তৃণমূলের সম্মিলিত চাপে ছাপানো বক্তব্যের প্রথম ও শেষ লাইন পড়ে বিধানসভা ছাড়তে হয় রাজ্যপালকে। তৃণমূল বিধায়কদের বিরুদ্ধে তাঁকে ঘেরাও করার অভিযোগ করেছেন ধনকড়। রাজ্যপালকে নিগ্রহ করা হয়েছে বলে ইতিমধ্যে দাবি করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এ নিয়ে রাজভবনে গিয়ে এফআইআর করার পরামর্শও দিয়ে এসেছেন তিনি। বিজেপির (BJP) অভিযোগ, রাজ্যপালকে ‘হেনস্থা’ করার পরও কেন চুপ করে আছেন স্পিকার। ওই ঘটনার ২৪ ঘণ্টা পর স্পিকারকে বৈঠকে ডেকেছেন রাজ্যপাল। এদিন টুইটে তিনি লেখেন, “বিধানসভার মতো পবিত্র জায়গায় এ ধরনের অপ্রীতিকর এবং বিশৃঙ্খল পরিস্থিতির কারণে স্পিকারকে বৈঠকে ডাকা

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *