খবরে আমরাঃ তারাপীঠে পুজো দিতে যাওয়ার পথে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে ট্রেন থেকে থেকে পরে মৃত্যু এক সিভিক ভলান্টিয়ারের। মৃত সিভিক ভলান্টিয়ারের নাম অরুপ রায় (২৮)। বাড়ি কলকাতার গড়িয়া থানা এলাকায়।অরুপ বেহালা থানায় সিভিক ভলান্টিয়ার হিসাবে কর্মরত ছিলো।বর্ধমান স্টেশনের ঘটনা। রেলপুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, গতকাল মা তাঁরা এক্সপ্রেসে করে কয়েকজন বন্ধুর সাথে তারাপীঠের পুজো দিতে যাচ্ছিলো অরুপ।ট্রেন বর্ধমান স্টেশনে থামলে অরুপ ট্রেন থেকে নীচে নামে।তারপর চলন্ত ট্রেনে চাপতে গিয়ে কোনো কারনে নীচে পরে যায় সে।ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।রেলপুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
